ওয়েব ডেস্ক ১লা ডিসেম্বর ২০১৯: তৃণমূলের পরেশ পাল মহাশয় বহু বছর ধরে গণ বিবাহ দিয়ে আসছেন । এ ব্যাপারে তার বিশেষ নাম ডাক রয়েছে । তার এই কর্মকান্ডের থেকে উজ্জীবিত হয়ে কি না বলা মুশকিল তবে মুখ্যমন্ত্রীর পদে বসে যোগী আদিত্যনাথ গণ বিবাহকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন , আর সেই মতো যারা অংশ গ্রহণ করেন তাদের ৫১০০০ টাকা করে দিয়ে থাকে উত্তর প্রদেশ সরকার । আর উত্তরপ্রদেশের সহ গোটা ভারতের জনগণের আর্থিক অবস্থা এতটাই তলানিতে এসে ঠেকেছে , যে , কোনো অনৈতিক কাজেও তারা পিয়াছ্পা হচ্ছেননা , যেটা আরো বেশি ভয়াবহ ।
এবার সেই ৫১০০০ টাকার লোভে নিজের স্বামীকে ছেড়ে পুরোনো প্রেমিককে বিয়ে করলেন এক মহিলা , আর তাকেই আবার আশীর্বাদ করলেন যোগী আদিত্যনাথ । মাত্র তিন মাস আগে পিলিভিটের সিভিল লাইনসের বাসিন্দা মোহিতের সঙ্গে কয়েকমাস আগেই বিয়ে হয়েছিল সুশীলা দেবী নামে ওই মহিলার, তার পর কিছুদিন আগে মহিলার বাড়ির লোক এসে তাকে তার বাপের বাড়িতে নিয়ে যায় , তার পর প্রেমিকের স্বাথে সরকারি গণ বিবাহের ছাদনাতলায় । ব্যাপারটি প্রথমে গোচরে আসে যখন মহিলাটির শাশুড়ি এসে সরকারি আধিকারিকদের সব জানায় । শুনে সরকারি আধিকারিকরা তাজ্জব ।ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ।
এবার সেই ৫১০০০ টাকার লোভে নিজের স্বামীকে ছেড়ে পুরোনো প্রেমিককে বিয়ে করলেন এক মহিলা , আর তাকেই আবার আশীর্বাদ করলেন যোগী আদিত্যনাথ । মাত্র তিন মাস আগে পিলিভিটের সিভিল লাইনসের বাসিন্দা মোহিতের সঙ্গে কয়েকমাস আগেই বিয়ে হয়েছিল সুশীলা দেবী নামে ওই মহিলার, তার পর কিছুদিন আগে মহিলার বাড়ির লোক এসে তাকে তার বাপের বাড়িতে নিয়ে যায় , তার পর প্রেমিকের স্বাথে সরকারি গণ বিবাহের ছাদনাতলায় । ব্যাপারটি প্রথমে গোচরে আসে যখন মহিলাটির শাশুড়ি এসে সরকারি আধিকারিকদের সব জানায় । শুনে সরকারি আধিকারিকরা তাজ্জব ।ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ।
No comments:
Post a comment