ওয়েব ডেস্ক ৬ই ডিসেম্বর ২০১৯: চিরকালই তার খুরদার মস্তিষ্ক ।কখন কোন সময় কি বলতে হবে সেটা ভালোই জানেন বিএসপি সুপ্রিমো মায়াবাতী ।তাই তেলেঙ্গানায় অভিযুক্ত চার ধর্ষণকারীর মৃত্যুর প্রসঙ্গ টেনে এনে যোগী আদিত্যনাথের পুলিশদের একহাত নিলেন , সঙ্গে প্রমান করার চেষ্টা করলেন বিস্তর অরাজগতা উত্তর প্রদেশে ।প্রসঙ্গত হায়দরাবাদে তরুণী পশু চিকিত্সককে গণধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্ত ৪ জনকে এনকাউন্টারে খতম প্রসঙ্গে মায়াবতী বলেছেন, ‘উত্তর প্রদেশ ও দিল্লি পুলিশের উচিত হায়দরাবাদ পুলিশকে দেখে উত্সাহিত হওয়া।’ শুক্রবার ভোররাতে পুলিশি হেফাজত থেকে পালানোর সময় হায়দরাবাদ পুলিশের গুলিতে খতম হয়েছে তরুণী পশু চিকিত্সককে গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত ৪ জন।
দিল্লি পুলিশকেও তিনি কথা শোনাতে ছাড়েননি । মায়াবাতীর কথায়, ‘উত্তর প্রদেশে মহিলাদের প্রতি অপরাধ বেড়েই চলেছে, কিন্তু রাজ্য সরকার ঘুমিয়ে আছে। উত্তর প্রদেশ পুলিশ এবং দিল্লি পুলিশের উচিত হায়দরাবাদ পুলিশকে দেখে উত্সাহিত হওয়া, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, এখানে অপরাধীদের সঙ্গে অতিথির মতো ব্যবহার করা হয়, উত্তর প্রদেশে এখন জঙ্গলরাজ চলছে।’ তবে উত্তর প্রদেশের সাথে সাথে তিনি দিল্লিকেও কেন একহাত নিলেন সেটাই অনেককেই অবাক করেছে , তবে কি এবার দিল্লিকেই পাখির চোখ করছেন তিনি ?
দিল্লি পুলিশকেও তিনি কথা শোনাতে ছাড়েননি । মায়াবাতীর কথায়, ‘উত্তর প্রদেশে মহিলাদের প্রতি অপরাধ বেড়েই চলেছে, কিন্তু রাজ্য সরকার ঘুমিয়ে আছে। উত্তর প্রদেশ পুলিশ এবং দিল্লি পুলিশের উচিত হায়দরাবাদ পুলিশকে দেখে উত্সাহিত হওয়া, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, এখানে অপরাধীদের সঙ্গে অতিথির মতো ব্যবহার করা হয়, উত্তর প্রদেশে এখন জঙ্গলরাজ চলছে।’ তবে উত্তর প্রদেশের সাথে সাথে তিনি দিল্লিকেও কেন একহাত নিলেন সেটাই অনেককেই অবাক করেছে , তবে কি এবার দিল্লিকেই পাখির চোখ করছেন তিনি ?
No comments:
Post a comment