ওয়েব ডেস্ক ৬ই ডিসেম্বর ২০১৯:উত্তর প্রদেশ যেই তিমিরে ছিল এখনো সেই তিমিরেই আছে , যোগী আদিত্যনাথ এসে এতটুকু বদলাতে পারেনি । তিনি যতই প্রশাসনের কর্মকর্তাদের এ প্রান্ত থেকে ও প্রান্ত বদলি করুকনা কেন আদতে যেই অরাজগতা চলছিল এবার তার থেকে বেশিই যেন হচ্ছে এই বিজেপির আমলে । প্রসঙ্গত একটি বিয়ের অনুষ্ঠানে নাচ থামানোর ‘অপরাধে’ নতর্কীর মুখে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে নড়ে চড়ে বসেছে প্রশাসন।রোববার (১ ডিসেম্বর) উত্তরপ্রদেশের চিত্রকূটে এ গুলির ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সেই নর্তকী।ভাইরাল হওয়া সেই ভিডিও’র শুরুতে ওই নতর্কীকে নাচতে দেখা যাচ্ছে। তার এক সঙ্গিনীও নাচছেন পাশেই। কিছুক্ষণ নাচার পর দাঁড়িয়ে পড়েন দু’জনে।তখন পিছন থেকে এক মত্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘গোলি চল যায়েগি (গুলি চলবে)’। তখন অপর একজন বলেন, ‘সুধীর ভাইয়া আপ গোলি চালা হি দো (দাদা আপনি গুলি চালিয়ে দিন)’।এরপরই পিছন থেকে ওই নর্তকীর মুখে গুলি চালানো হয়। মুখে হাত দিয়ে বসে পড়েন তিনি। ঘটনায় হকচকিয়ে যান সেখানে উপস্থিত সবাই।জানা গেছে, সেখানে উপস্থিত ছিলেন ওই গ্রামের প্রধানও। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা বর্তমানে কানপুরের হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশও এই ঘটনার জেরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।সিনিয়র পুলিশ অফিসার অঙ্কিত মিত্তল বলেন, আমরা অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। আপরাধীকে বিচারের অধীনে আনার সমস্ত চেষ্টা চালাচ্ছি আমরা।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সেই নর্তকী।ভাইরাল হওয়া সেই ভিডিও’র শুরুতে ওই নতর্কীকে নাচতে দেখা যাচ্ছে। তার এক সঙ্গিনীও নাচছেন পাশেই। কিছুক্ষণ নাচার পর দাঁড়িয়ে পড়েন দু’জনে।তখন পিছন থেকে এক মত্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘গোলি চল যায়েগি (গুলি চলবে)’। তখন অপর একজন বলেন, ‘সুধীর ভাইয়া আপ গোলি চালা হি দো (দাদা আপনি গুলি চালিয়ে দিন)’।এরপরই পিছন থেকে ওই নর্তকীর মুখে গুলি চালানো হয়। মুখে হাত দিয়ে বসে পড়েন তিনি। ঘটনায় হকচকিয়ে যান সেখানে উপস্থিত সবাই।জানা গেছে, সেখানে উপস্থিত ছিলেন ওই গ্রামের প্রধানও। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা বর্তমানে কানপুরের হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশও এই ঘটনার জেরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।সিনিয়র পুলিশ অফিসার অঙ্কিত মিত্তল বলেন, আমরা অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। আপরাধীকে বিচারের অধীনে আনার সমস্ত চেষ্টা চালাচ্ছি আমরা।
No comments:
Post a comment