Monday, 2 December 2019

আবার তৃণমূলে যোগ করতে চাইছেন সুভরাংশু , সিদ্ধান্ত নেবেন শুধু মাত্রই মমতা

ওয়েব ডেস্ক ২রা  ডিসেম্বর ২০১৯: নদীর এপার ছাড়িয়া নিশ্বাস বলে ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস । প্রবাদটা সেই দিনও ছিল আজগের দিনেও আছে । লোকসভা ভোটের আগে যারা বিশেষ কোনো স্বপ্ন নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা মরীচিকার পেছনে ছুটছেন বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরেছেন এবং বেশ কিছু সংখ্যক ফিরতে চাইছেন ।  যারা ফিরতে চাইছেন তাদের মধ্যে অন্যতম মুকুল রায়ের পুত্র সুভরাংশু রায় ।
 মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছেন , আর এই নিয়েই নাকি তাকে অনেক বিড়ম্বনার সম্মুখীন হতে হয়েছিল তৃণমূলের দলীয় কর্মীদের কাছে , এটাই অভিযোগ করে এসেছেন সুভরাংশু রায় । এর জন্যই বিজেপিতে যাওয়া এমন কথাও ঘনিষ্ট মহলে জানিয়েছেন সুবরাংশু । কিন্তু এখন তাহলে তৃণমূলে ফিরতে চাইছেন কেন ? রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান , লোকসভা ভোটের সময় বিজেপির পালে হাওয়া লেগেছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই ।কিন্তু এখন হাওয়া তৃণমূলের দিকেই আবার বইতে শুরু করেছে । বিশেষ করে খড়্গপুর সদর, কালিয়াগঞ্জ ও করিমপুর – তিন কেন্দ্রেই তৃণমূলের জেতার পর থেকে । সূত্রের খবর অনুসারে ইতিমধ্যেই সুভরাংশু রায় ২৪ পরগনা জেলা নেতৃত্বের সাথে যোগাযোগ করেছেন সঙ্গে  সুনীল সিং এবং দুলাল বর।তবে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব জ্যোতিপ্রিয় মল্লিক এবং নির্মল ঘোষের তরফে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

No comments:

Post a Comment

loading...