ওয়েব ডেস্ক ১৭ই জানুয়ারী ২০২০ : অ্যামাজনের প্রধান জেফ বেজস বুধবার ভারতে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষনা দিয়েছেন। ভারতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অনলাইনে নিয়ে আসা ও ২০২৫ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যে এই বিনিয়োগ করা হবে।বেজস বলেন, ভারতে আগামী পাঁচ বছরে দশ লাখ কর্মসংস্থান সৃষ্টির জন্য আমার বিনিয়োগ করছি। আমাদের কর্মীদের বড় ধরনের অবদান, ছোট ব্যবসায়ী অংশীদারদের অসাধারণ সৃজনশীলতা ও ক্রেতাদের অসামান্য আগ্রহ আমরা দেখেছি। সামনে যা আছে তা নিয়ে আমরা দারুণ আশাবাদী।
ভারতের নরেন্দ্র মোদি সরকার ২০২২ সালের মধ্যে শহর ও গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিচ্ছে। এই সময়ের মধ্যে ৪০০ মিলিয়ন লোককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের।তিন দিন ভারত সফর শেষে শুক্রবার এক চিঠিতে অ্যামাজন প্রধান লিখেছেন, যতবার ভারতে আসি, নতুন করে সব কিছু ভাল লাগে। এদেশের মানুষের আছে অসীম এনার্জি, উদ্ভাবনী শক্তি এবং জেদ। তা দেখে আমি অনুপ্রাণিত হই।”
ভারতের নরেন্দ্র মোদি সরকার ২০২২ সালের মধ্যে শহর ও গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিচ্ছে। এই সময়ের মধ্যে ৪০০ মিলিয়ন লোককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের।তিন দিন ভারত সফর শেষে শুক্রবার এক চিঠিতে অ্যামাজন প্রধান লিখেছেন, যতবার ভারতে আসি, নতুন করে সব কিছু ভাল লাগে। এদেশের মানুষের আছে অসীম এনার্জি, উদ্ভাবনী শক্তি এবং জেদ। তা দেখে আমি অনুপ্রাণিত হই।”
No comments:
Post a comment