ওয়েব ডেস্ক ১১ই জানুয়ারী ২০২০ :জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাটা যে কোনো মানুষের কাছেই স্বপ্ন থাকে ।এখানে যারাই পড়াশোনা করে তারা উচ্চ শিক্ষিত হয় সেই নিয়ে কোনো দ্বিমত নেই ।
কিন্তু সদ্য প্রচার পাওয়া বাম ছাত্র সঙ্ঘের সভাপতি ঐশী ঘোষের একটা ভুল ভাল ইংরেজি শব্দে টুইটে সবার কাছে হাসির পাত্রী করে তুলেছে । এখন সর্বত্র একটাই প্রশ্ন উঠছে , ঐশী কি শুধু মাত্র রাজনীতি করতেই জে এন ইউ তে পরে আছেন ঐশী ? পড়াশোনার সাথে তার কি দূর দূরান্ত কোনো সম্পর্কই নেই ? তিনি কি তাহলে শুধুমাত্র রাজনীতি নিয়েই আগ্রহী?
কিন্তু সদ্য প্রচার পাওয়া বাম ছাত্র সঙ্ঘের সভাপতি ঐশী ঘোষের একটা ভুল ভাল ইংরেজি শব্দে টুইটে সবার কাছে হাসির পাত্রী করে তুলেছে । এখন সর্বত্র একটাই প্রশ্ন উঠছে , ঐশী কি শুধু মাত্র রাজনীতি করতেই জে এন ইউ তে পরে আছেন ঐশী ? পড়াশোনার সাথে তার কি দূর দূরান্ত কোনো সম্পর্কই নেই ? তিনি কি তাহলে শুধুমাত্র রাজনীতি নিয়েই আগ্রহী?
No comments:
Post a comment