ওয়েব ডেস্ক ১২ই জানুয়ারী ২০২০ :দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘষেই ।কোনো রকম তার পরিবর্তন নেই কোথাও ।যেরকম ছিলেন আজও সেরকমই আছেন ।কোনোকালেই তিনি ভদ্রতার ধারধারতেন্না , আজও তিনি যে ভদ্রতা দেখাবেন সেটা আশা করা কিঞ্চিৎ মূর্খামি ।প্রসঙ্গত ৯ জানুয়ারি, বৃহস্পতিবার রাজ্যের মেদিনীপুর বিভাগের ঝাড়গ্রাম জেলার পাঁচমাথা মোড়ে বিজেপির একটি অনুষ্ঠিত হয়। এ সময় বিজেপির বিরুদ্ধে ওঠা মেরুকরণের রাজনীতির অভিযোগের জবাবে দিলীপ ঘোষ বলেন, ‘হিন্দু-মুসলমানকে ভাগ করছি, ঠিক করছি। তোর বাপের কি রে? ক্ষমতা থাকলে আটকা।’
বিজেপির এ রাজ্য সভাপতি আরো বলেন,‘ আগে তো ধর্মের ভিত্তিতেই দেশ ভাগ হয়েছে। কোটি কোটি মানুষকে উদ্বাস্তু হতে হয়েছে।’দিলীপ ঘোষ আরো দাবি করেন, নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর অনেকেই (বেআইনি অনুপ্রবেশকারী) এখন সীমান্ত দিয়ে পাকিস্তান, বাংলাদেশে পালাতে চাইছে। ওরা বুঝেছে এখানে থাকলে জেলে ঢুকিয়ে দেবে। মুখ্যমন্ত্রী (মমতা বন্দোপাধ্যায়) ভোট ব্যাংকের স্বার্থে তাদের আটকাতে চাইছেন বলেও উল্লেখ করেন।যে যার নিজের কথা বলে যাচ্ছে বলেই মনে করছে বুদ্ধিজীবীদের একাংশ ।
বিজেপির এ রাজ্য সভাপতি আরো বলেন,‘ আগে তো ধর্মের ভিত্তিতেই দেশ ভাগ হয়েছে। কোটি কোটি মানুষকে উদ্বাস্তু হতে হয়েছে।’দিলীপ ঘোষ আরো দাবি করেন, নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর অনেকেই (বেআইনি অনুপ্রবেশকারী) এখন সীমান্ত দিয়ে পাকিস্তান, বাংলাদেশে পালাতে চাইছে। ওরা বুঝেছে এখানে থাকলে জেলে ঢুকিয়ে দেবে। মুখ্যমন্ত্রী (মমতা বন্দোপাধ্যায়) ভোট ব্যাংকের স্বার্থে তাদের আটকাতে চাইছেন বলেও উল্লেখ করেন।যে যার নিজের কথা বলে যাচ্ছে বলেই মনে করছে বুদ্ধিজীবীদের একাংশ ।
No comments:
Post a comment