ওয়েব ডেস্ক ২২ শে জানুয়ারী ২০২০ :জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। সোমবার মমতাকে আক্রমণ করে বিজেপির এই বিধায়ক বলেন, ‘একজন নির্দয় মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরে পাথর ছোড়ে যারা, তাদের মতো মুসলিম অনুপ্রবেশকারীদের মমতা এদেশে জায়গা করে দিচ্ছেন।’এবারই অবশ্য প্রথম নয়, সপ্তাহ খানেক আগেই সুরেন্দ্র সিং বলেন, ‘মমতা একটা শয়তান। শতশত হিন্দুদের যারা মেরেছে, তাদের উনি আড়াল করছেন। তিনি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে নয়, আসলে আছেন বাংলাদেশি শয়তানদের সঙ্গে।’
এখানেই অবশ্য তিনি থামেননি। তাঁর দাবি, ‘যদি বাংলাদেশি আর পাকিস্তানি মুসলিমদের এদেশে থাকার অনুমতি দেওয়া হয়, প্রতিটা রাস্তা জম্মু-কাশ্মীরের মতো পাথর হাতে বিক্ষোভকারীদের ভিড়ে ভরে যাবে।’যদিও এর ফল মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন বলেই দাবি তাঁর। তিনি বলেন, ‘এই নির্দয় মহিলাকে আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতা থেকে সরিয়ে দেবে মানুষ।’তাঁর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ দিন ঘনিয়ে এসেছে। বাংলাদেশের জনগণের সমর্থন নিয়েই যদি তিনি রাজনীতি করতে চান তাহলে তাঁর বাংলাদেশেই চলে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রীর যদি সাহস থাকে তাহলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান । তাতে আখেরে তাঁর ভালোই হবে।’এতো সব বলেছেন কুলদীপ সিংহ সিঙ্গার যিনি উন্নাও ধর্ষণ কাণ্ডে জড়িত । তার উক্তি একটা কথাই মনে করায় চোরের মায়ের বোরো গলা ।
এখানেই অবশ্য তিনি থামেননি। তাঁর দাবি, ‘যদি বাংলাদেশি আর পাকিস্তানি মুসলিমদের এদেশে থাকার অনুমতি দেওয়া হয়, প্রতিটা রাস্তা জম্মু-কাশ্মীরের মতো পাথর হাতে বিক্ষোভকারীদের ভিড়ে ভরে যাবে।’যদিও এর ফল মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন বলেই দাবি তাঁর। তিনি বলেন, ‘এই নির্দয় মহিলাকে আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতা থেকে সরিয়ে দেবে মানুষ।’তাঁর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ দিন ঘনিয়ে এসেছে। বাংলাদেশের জনগণের সমর্থন নিয়েই যদি তিনি রাজনীতি করতে চান তাহলে তাঁর বাংলাদেশেই চলে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রীর যদি সাহস থাকে তাহলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান । তাতে আখেরে তাঁর ভালোই হবে।’এতো সব বলেছেন কুলদীপ সিংহ সিঙ্গার যিনি উন্নাও ধর্ষণ কাণ্ডে জড়িত । তার উক্তি একটা কথাই মনে করায় চোরের মায়ের বোরো গলা ।
No comments:
Post a Comment