Friday, 17 January 2020

কোমায় চলে যাওয়া কমিউনিস্ট পার্টিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিএএ নিয়ে মাঠে নামছে বামপন্থীরা

ওয়েব ডেস্ক ১৭ই জানুয়ারী  ২০২০ :দাবি দাওয়াতে কমিউনিস্টদের কোনো জুড়ি নেই , কিন্তু এরাই যখন সরকারে আসে তখন তারা ১৮০ ডিগ্রী ঘুরে যায় ।তাদের একটায় কথা মুখে লেগে থাকে , কি করে হবে ? সব কিছু তাই একটা "না " "না" ভাব ।যাইহোক  লোকদেখানো কি না এখনই বলা মুশকিল তবে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) বাতিলের দাবিতে তীব্র আন্দোলনের মধ্যে এবার নতুন এক অস্ত্র নিয়ে মাঠে নেমেছে বামপন্থী সিপিএমের ছাত্র ও যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই। তাদের দাবি, দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বাতিল করে চালু করতে হবে দেশজুড়ে বে-রোজগারি বিলোপ আইন বা বিএএ । জাতীয় নাগরিক নিবন্ধন বা এনআরসি বাতিল করে চালু করতে হবে এনআরবি বা জাতীয় বেকারপঞ্জি আইন।
গতকাল বৃহস্পতিবার এসএফআই ও ডিওয়াইএফআই দেশজুড়ে বেকারদের কর্মসংস্থানের দাবি নিয়ে আন্দোলনে নামে। আন্দোলনে মাসিক বেকার ভাতা প্রদানের দাবি জানায় তারা। দেশের বেকার সংখ্যা নির্ণয়ের জন্য এনআরসির পরিবর্তে এনআরবি চালুর দাবি জানায় তারা।এতো অবধি তো ঠিকই আছে সব কিছু কিন্তু কথা উঠছে ৩৪ বছরের বাম শাসন যখন পশ্চিমবাংলায় ছিল তখন এই বাম ছাত্র ছাত্রীরা কোথায় ছিল ? ভাববার বিষয় ।  

No comments:

Post a Comment

loading...