ওয়েব ডেস্ক ১৬ই জানুয়ারী ২০২০ :ফের দিলীপের ওপর ভরসা , ফের কুরুরুচীকর মন্তব্য শোনার জন্য পথ প্রশস্ত । এখন এভাবেই বাংলার মানুষ ব্যাপারটা উপলব্ধি করছে । প্রসঙ্গত , দিলীপ ঘোষের ওপরই বিজেপি হাই কম্যান্ড ফের ভাষা রাখলো । আবার বঙ্গ বিজেপি সভাপতি পদে নিযুক্ত হলেন দিলীপ ঘোষ , থুড়ি আই টি আই পাশ দিলীপ ঘোষ ।যিনি এখনো আই টি আই পাশ বলে নিজেকে দাবি করেন প্রাণ ছাড়াই । সাম্প্রতিক কালে একটি সাংবাদিক সম্মেলনে দিলীপ গ্যাস বলে ছিলেন ‘গতবার অমিত শাহ আমার নাম ঘোষণা করেছিলেন আমার মতামত না নিয়েই।
প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছি। ৩ বছর সময় দিয়েছিলেন আমায়। এক বছর বোনাস পেয়েছি। ৪ বছর হয়ে গিয়েছে। সংবিধান অনুযায়ী সভাপতি হিসেবে আমায় আরেকটা সুযোগ দেওয়া যায় কিনা সেটা দলের ব্যাপার’’। দিলীপ আরও বলেন, ‘‘মনোনয়ন জমা দিয়ে বলা হয়েছিল, সই করে দিয়েছি। সাংবিধানিক প্রক্রিয়া এটা। একে আমরা সংগঠন পর্ব বলেছি। কিছুদিন আগে সর্বভারতীয় নির্বাচন পর্যবেক্ষকের সহকারী কিরেণ রিজিজু এসেছিলেন, সব কাগজপত্র দেখে গিয়েছেন। আমাদের এখানে এই প্রক্রিয়া দেখছেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়’’।তবে কিসের ভিত্তিতে দিলীপ ওপর এতো ভরসা দেখালো বিজেপি হাই কমান্ড সেটা এখনো খোলসা করে জানাযায়নি । নেটিজেনদের একাংশের অভিমত "কুরুচিকর" মন্তব্য গুলোই হাই কম্যান্ড কে প্রভাবিত করেছে । তাই কি ?
প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছি। ৩ বছর সময় দিয়েছিলেন আমায়। এক বছর বোনাস পেয়েছি। ৪ বছর হয়ে গিয়েছে। সংবিধান অনুযায়ী সভাপতি হিসেবে আমায় আরেকটা সুযোগ দেওয়া যায় কিনা সেটা দলের ব্যাপার’’। দিলীপ আরও বলেন, ‘‘মনোনয়ন জমা দিয়ে বলা হয়েছিল, সই করে দিয়েছি। সাংবিধানিক প্রক্রিয়া এটা। একে আমরা সংগঠন পর্ব বলেছি। কিছুদিন আগে সর্বভারতীয় নির্বাচন পর্যবেক্ষকের সহকারী কিরেণ রিজিজু এসেছিলেন, সব কাগজপত্র দেখে গিয়েছেন। আমাদের এখানে এই প্রক্রিয়া দেখছেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়’’।তবে কিসের ভিত্তিতে দিলীপ ওপর এতো ভরসা দেখালো বিজেপি হাই কমান্ড সেটা এখনো খোলসা করে জানাযায়নি । নেটিজেনদের একাংশের অভিমত "কুরুচিকর" মন্তব্য গুলোই হাই কম্যান্ড কে প্রভাবিত করেছে । তাই কি ?
No comments:
Post a comment