Wednesday, 22 January 2020

দাঁড়িয়ে থেকে ৩০০ মানুষকে গৃহহীন করলেন বিজেপি নেতা, পড়ুন

ওয়েব ডেস্ক ২২ শে  জানুয়ারী  ২০২০ :বেঙ্গালুরুতে এক বিজেপি নেতার ভিডিও প্রকাশের পর শ্রমিকদের ঝুপড়ি ভেঙে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। প্রায় ৩০০ শ্রমিক এখন আশ্রয়হীন  হয়ে পড়েছেন।  সূত্রের খবর, অনুসারে  “ভাঙার আগে ওই শ্রমিকদের 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' বলে উল্লেখ করা হয় বলে অভিযোগ। যদিও অসহায় অবস্থায় রাস্তায় থেকেও তারা বলছেন, কোন নথি দেখতে চান বলুন, সব দেখাচ্ছি। কিন্তু আমরা অন্য কোনো দেশের নয়, কেবল ভারতীয়।”এর পরেই শ্রমিকের ছোট্ট বস্তিটি ভেঙে ফেলে বেঙ্গালুরু মহানগর পৌরসভা। পৌরসভার দাবি, বস্তিটি অবৈধভাবে গড়ে উঠায় এলাকায় শৃঙ্খলার বিঘ্ন ঘটছে।
গৃহহারারা অধিকাংশই ত্রিপুরা, আসাম বা দক্ষিণ কর্নাটকের বাসিন্দা। তাদের অভিযোগ কোন ধরনের আগাম নোটিশ ছাড়াই হুট করে বুলডোজার চালানো হয়। এমনকি ভারতীয় হওয়ার কোন প্রমাণও দেখতে চায়নি তারা।এই ভাঙার নেপথ্যে বিজেপির বিধায়ক অরবিন্দ লিম্বাভালি রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। তাতে দেখানো হয় বেঙ্গালুরুর কারিয়াম্মানা আগ্রাহারা এলাকায় অবৈধভাবে জায়গা দখল করে বস্তি গড়ে তুলেছে বাংলাদেশিরা।

No comments:

Post a Comment

loading...