ওয়েব ডেস্ক ২০ শে জানুয়ারী ২০২০ : ধর্মের নামে মানুষকে বিভাজিত করে রাজনীতি করার অভিযোগ উঠেছে, যার প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ। ঠিক এমন সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির পথ দেখালো কেরালার মানুষ। সেখানে মসজিদেই সম্পন্ন হলো হিন্দু বর-কনের বিয়ে। মসজিদ কমিটিই এই বিয়ের আয়োজন করে।১৯ জানুয়ারি, রবিবার প্রদেশটির আলাপুঝার চেরুভাল্লি মুসলিম জামাত মসজিদে এমন সাম্প্রদায়িক সম্প্রীতির ঘটনা ঘটে।
বিয়ের অনুষ্ঠানের মতো করেই সাজানো মসজিদ চত্বরে হিন্দু ধর্মের নিয়ম অনুসারে বর শরৎ এবং কনে অঞ্জুর বিয়ে দেন পুরোহিত। সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সম্প্রদায়েরই অতিথি। তাদের জন্য ছিল কেরালার ঐতিহ্যবাহী নিরামিষ ভোজও।অঞ্জুদের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভাল নয়। সেজন্য কারণে মসজিদ কমিটির কাছে সাহায্য চেয়েছিলেন অঞ্জুর মা। মেয়ের বিয়ের আয়োজন করে দেয়ার অনুরোধ করেছিলেন তিনি। অসহায় মায়ের অনুরোধ সাড়া দেন মসজিদ কমিটি। অঞ্জুকে বিয়ের উপহার হিসেবে দেন ১০টি স্বর্ণমুদ্রা এবং নগত দুই লাখ টাকা। এছাড়া হাজার লোকের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয় ।এ ঘটানায় সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবদম্পতি শরৎ এবং অঞ্জু, তাদের পরিবার এবং মসজিদ কমিটিকে অভিনন্দন জানান কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।পিনারাই বিজয়ন ফেসবুকে লিখেছেন, ‘কেরালা সব সময়েই সাম্প্রদায়িক সম্প্রীতির এমন সুন্দর উদাহরণ বহন করে এসেছে। এটা বজায় রাখতে হবে।’
বিয়ের অনুষ্ঠানের মতো করেই সাজানো মসজিদ চত্বরে হিন্দু ধর্মের নিয়ম অনুসারে বর শরৎ এবং কনে অঞ্জুর বিয়ে দেন পুরোহিত। সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সম্প্রদায়েরই অতিথি। তাদের জন্য ছিল কেরালার ঐতিহ্যবাহী নিরামিষ ভোজও।অঞ্জুদের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভাল নয়। সেজন্য কারণে মসজিদ কমিটির কাছে সাহায্য চেয়েছিলেন অঞ্জুর মা। মেয়ের বিয়ের আয়োজন করে দেয়ার অনুরোধ করেছিলেন তিনি। অসহায় মায়ের অনুরোধ সাড়া দেন মসজিদ কমিটি। অঞ্জুকে বিয়ের উপহার হিসেবে দেন ১০টি স্বর্ণমুদ্রা এবং নগত দুই লাখ টাকা। এছাড়া হাজার লোকের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয় ।এ ঘটানায় সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবদম্পতি শরৎ এবং অঞ্জু, তাদের পরিবার এবং মসজিদ কমিটিকে অভিনন্দন জানান কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।পিনারাই বিজয়ন ফেসবুকে লিখেছেন, ‘কেরালা সব সময়েই সাম্প্রদায়িক সম্প্রীতির এমন সুন্দর উদাহরণ বহন করে এসেছে। এটা বজায় রাখতে হবে।’
No comments:
Post a comment