ওয়েব ডেস্ক ২৪ শে জানুয়ারী ২০২০ : গত ডিসেম্বরে নাগরিকত্ব আইন সংশোধনের পর ভারত জুড়ে শুরু হওয়া বিক্ষোভে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে উত্তর প্রদেশে। তবে সম্প্রতি রাজ্যের লক্ষ্ণৌ শহরের ক্লক টাওয়ারের নিচে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন লাখ লাখ মানুষ। এই বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) বিরুদ্ধেও প্রতিবাদ করা হচ্ছে। জমায়েত থেকে নানা স্লোগানের পাশাপাশি বিক্ষোভকারীদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে আজাদি স্লোগানও। আর তা নিয়েই আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
নাগরিকত্ব আইনের পক্ষে কানপুরে বিজেপি আয়োজিত এক সমাবেশে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘বিক্ষোভের নামে কেউ যদি আজাদি স্লোগান তোলে তাহলে তা রাষ্ট্রদ্রোহ হবে আর সরকার কঠোর ব্যবস্থা নেবে। এটা মেনে নেওয়া হবে না। ভারতের মাটিতে থেকে ভারতের বিরুদ্ধে কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না’।
নাগরিকত্ব আইনের পক্ষে কানপুরে বিজেপি আয়োজিত এক সমাবেশে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘বিক্ষোভের নামে কেউ যদি আজাদি স্লোগান তোলে তাহলে তা রাষ্ট্রদ্রোহ হবে আর সরকার কঠোর ব্যবস্থা নেবে। এটা মেনে নেওয়া হবে না। ভারতের মাটিতে থেকে ভারতের বিরুদ্ধে কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না’।
No comments:
Post a comment