ওয়েব ডেস্ক ৩১ শে জানুয়ারী ২০২০ :দিল্লির বিধানসভা নির্বাচন সামনে রেখে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দিকে তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল বলেছেন, ‘আমরা শিশুদের হাতে কলম তুলে দিচ্ছি, আর বিজেপি দিচ্ছে বন্দুক।’সূত্রের খবর অনুযায়ী , আজ শুক্রবার হিন্দিতে করা এক টুইটে এ কথা বলেন কেজরিওয়াল। গতকাল বৃহস্পতিবার দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে এক স্কুলশিক্ষার্থীর গুলি করার ঘটনার পরিপ্রেক্ষিতে এ কথা বলেছেন তিনি।
৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) ও বিজেপির মধ্যে। নির্বাচনের আগে জনগণকে সতর্ক করে দিয়ে টুইটে কেজরিওয়াল বলেছেন, ‘আমরা শিশুদের হাতে কলম তুলে দিয়েছি, কম্পিউটার দিয়েছি। তাদের চোখে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বুনে দিয়েছি। আর তারা (বিজেপি) শিশুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে, মনে ঘৃণা ঢুকিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের সন্তানদের হাতে কোনটি দেখতে চান? ৮ ফেব্রুয়ারিই এর উত্তর মিলবে।’
৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) ও বিজেপির মধ্যে। নির্বাচনের আগে জনগণকে সতর্ক করে দিয়ে টুইটে কেজরিওয়াল বলেছেন, ‘আমরা শিশুদের হাতে কলম তুলে দিয়েছি, কম্পিউটার দিয়েছি। তাদের চোখে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বুনে দিয়েছি। আর তারা (বিজেপি) শিশুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে, মনে ঘৃণা ঢুকিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের সন্তানদের হাতে কোনটি দেখতে চান? ৮ ফেব্রুয়ারিই এর উত্তর মিলবে।’
No comments:
Post a comment