ওয়েব ডেস্ক ১৬ই জানুয়ারী ২০২০ :দুদিনের কলকাতা সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা তথা বাংলার মানুষের মন জয় করার চেষ্টায় কসুর করেননি । একের পর এক প্রকল্প ঘোষণা করে গেছেন । কিন্তু কবে সেই প্রকল্প চালু হবে বা কাজই বা কবে শুরু হবে কেউ জানেনা । প্রসঙ্গত কলকাতা পোর্ট ট্রাস্টের নাম পরিবর্তন করে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, করা হয়েছে ।
কলকাতা বন্দরের দেড়শো বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে মোদীজি এই নাম বদলের কথা ঘোষণা করেন।প্রধানমন্ত্রী বলেন, এই বন্দরকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, কিন্তু প্রতিবেশী দেশ ভূটান, নেপাল ও মিয়ানমারের পণ্য আমদানি রফতানির জন্যেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জানান, কলকাতা থেকে গঙ্গার উপর দিয়ে বারাণসী পর্যন্ত লঞ্চ চলবে। তাতে পণ্য পরিবহণ ও পর্যটন, দুই-ই বাড়বে। এছাড়া কলকাতায় গঙ্গার ধারে একটি জায়গা ঠিক করা হয়েছে যেখানে ওয়াটার পার্ক ও অ্যাকোয়ারিয়াম তৈরি হবে। গঙ্গার তীর সুন্দর করে সাজানো হবে যাতে লোকে বেড়াতে যেতে পারে।
কলকাতা বন্দরের দেড়শো বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে মোদীজি এই নাম বদলের কথা ঘোষণা করেন।প্রধানমন্ত্রী বলেন, এই বন্দরকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, কিন্তু প্রতিবেশী দেশ ভূটান, নেপাল ও মিয়ানমারের পণ্য আমদানি রফতানির জন্যেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জানান, কলকাতা থেকে গঙ্গার উপর দিয়ে বারাণসী পর্যন্ত লঞ্চ চলবে। তাতে পণ্য পরিবহণ ও পর্যটন, দুই-ই বাড়বে। এছাড়া কলকাতায় গঙ্গার ধারে একটি জায়গা ঠিক করা হয়েছে যেখানে ওয়াটার পার্ক ও অ্যাকোয়ারিয়াম তৈরি হবে। গঙ্গার তীর সুন্দর করে সাজানো হবে যাতে লোকে বেড়াতে যেতে পারে।
No comments:
Post a Comment