ওয়েব ডেস্ক ৩০ শে জানুয়ারী ২০২০ :১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত-পাকিস্তানের তিনটি যুদ্ধের মধ্যে দুটি সংঘটিত হয়েছে কাশ্মির ইস্যুতে। গত বছর আগস্টে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এরপর থেকে ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন মাত্রা পায়।
নরেন্দ্র মোদি বলেছেন, ‘পাকিস্তান আমাদের সঙ্গে তিনটি যুদ্ধে পরাজিত হয়েছে। তাদের আবার পরাজিত করতে আমাদের সেনাদের ৭-১০ দিনের বেশি সময় লাগবে না।’ তিনি দাবি করেন, ‘পাকিস্তান কয়েক দশক ধরে জম্মু ও কাশ্মিরে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে আসছে। তারা কয়েক হাজার মানুষ ও নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে।’
ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, “স্বাধীনতার পর থেকেই কাশ্মিরে অনেক সমস্যা থাকায় সেখানে ‘সন্ত্রাসবাদ’ বিস্তৃত হয়েছে। সেখানকার অনেক নাগরিকই বাধ্য হয়ে কাশ্মির ছেড়ে চলে গেছে। বর্তমান সরকার দীর্ঘদিন থেকে চলে আসা এসব সমস্যার সমাধান করতে চায়।” এসব সমস্যার সমাধান করতেই ওই রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করা হয় বলেও দাবি করেন তিনি।
নরেন্দ্র মোদি বলেছেন, ‘পাকিস্তান আমাদের সঙ্গে তিনটি যুদ্ধে পরাজিত হয়েছে। তাদের আবার পরাজিত করতে আমাদের সেনাদের ৭-১০ দিনের বেশি সময় লাগবে না।’ তিনি দাবি করেন, ‘পাকিস্তান কয়েক দশক ধরে জম্মু ও কাশ্মিরে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে আসছে। তারা কয়েক হাজার মানুষ ও নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে।’
ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, “স্বাধীনতার পর থেকেই কাশ্মিরে অনেক সমস্যা থাকায় সেখানে ‘সন্ত্রাসবাদ’ বিস্তৃত হয়েছে। সেখানকার অনেক নাগরিকই বাধ্য হয়ে কাশ্মির ছেড়ে চলে গেছে। বর্তমান সরকার দীর্ঘদিন থেকে চলে আসা এসব সমস্যার সমাধান করতে চায়।” এসব সমস্যার সমাধান করতেই ওই রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করা হয় বলেও দাবি করেন তিনি।
No comments:
Post a Comment