ওয়েব ডেস্ক ২৩ শে জানুয়ারী ২০২০ : সন্তানের জন্ম নিবন্ধন সার্টিফিকেটের জন্য মাত্র ৫০০ টাকা করে ঘুষ চেয়েছিলেন সংশ্লিষ্ট দুই ব্যক্তি। তাদের দাবি করা টাকা না দেয়ায় জন্ম নিবন্ধনে তারা কারসাজি করে সন্তানের বয়স বাড়িয়ে দিয়েছেন ১০০ বছর। এমনই আজব কাণ্ডের সাক্ষী উত্তরপ্রদেশ রাজ্য। বিজেপি’র বিতর্কিত নেতা যোগী আদিত্যনাথ শাসিত এ রাজ্যের শাহজাহানপুরের বেলা গ্রামে এমন কাণ্ড ঘটে বলে জানা গিয়েছে । এ গ্রামেরই ২ বছর বসয়ী সানকেত ও ৪ বছর বয়সী শুভ’র জন্ম নিবন্ধন সার্টিফিকেট তৈরির জন্য মাস দুয়েক আগে অনলাইনে আবেদন করে তাদের পরিবার।
এরপর প্রতিটি সার্টিফিকেটের জন্য ৫০০ টাকা করে ঘুষ দাবি করেন ওই গ্রামের গ্রামোন্নয়ন অফিসার সুশীলচাঁদ অগ্নিহোত্রী ও গ্রাম প্রধান প্রবীণ মিশ্র। কিন্তু তাদের দাবিকৃত ঘুষের টাকা দিতে রাজি হয়নি শিশু দুটির পরিবার। এর প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিদ্বয় দুই শিশুর পরিবারকে হয়রানি করার ফন্দি আঁটেন। তারা শিশু দুটির বয়স ১০০ বছর করে বাড়িয়ে দেন। সার্টিফিকেট অনুযায়ী এখন, ২ বছর বয়সী সানকেতের বয়স ১০২ বছর ও ৪ বছর বয়সী শুভ’র বয়স ১০৪ বছর! তাদের একজনের জন্ম ১৯১৬ সালের ১৩ জুন এবং অপরজনের বয়স ১৯১৮ সালের ৬ জানুয়ারি। যদিও এদের আসল জন্মসাল ২০১৬ ও ২০১৮।এ বিষয়ে শাহজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিশু দুটির পরিবার। যার প্রেক্ষিতে বেরেলির একটি আদালতে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এরপর প্রতিটি সার্টিফিকেটের জন্য ৫০০ টাকা করে ঘুষ দাবি করেন ওই গ্রামের গ্রামোন্নয়ন অফিসার সুশীলচাঁদ অগ্নিহোত্রী ও গ্রাম প্রধান প্রবীণ মিশ্র। কিন্তু তাদের দাবিকৃত ঘুষের টাকা দিতে রাজি হয়নি শিশু দুটির পরিবার। এর প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিদ্বয় দুই শিশুর পরিবারকে হয়রানি করার ফন্দি আঁটেন। তারা শিশু দুটির বয়স ১০০ বছর করে বাড়িয়ে দেন। সার্টিফিকেট অনুযায়ী এখন, ২ বছর বয়সী সানকেতের বয়স ১০২ বছর ও ৪ বছর বয়সী শুভ’র বয়স ১০৪ বছর! তাদের একজনের জন্ম ১৯১৬ সালের ১৩ জুন এবং অপরজনের বয়স ১৯১৮ সালের ৬ জানুয়ারি। যদিও এদের আসল জন্মসাল ২০১৬ ও ২০১৮।এ বিষয়ে শাহজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিশু দুটির পরিবার। যার প্রেক্ষিতে বেরেলির একটি আদালতে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
No comments:
Post a comment