Thursday, 16 January 2020

এবার বিশ্ব ভারতীতে এস এফ আই এর ছাত্ররা আক্রান্ত

ওয়েব ডেস্ক ১৬ই জানুয়ারী  ২০২০ :জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) কান্ডের রেশ কাটতে না কাটতেই এবার বিশ্বভারতীতে হামলা চালাল এক দল দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে হস্টেলে ঢুকে ছাত্র ছাত্রীদের উপর হামলার অভিযোগ উঠল আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে।গতকাল বুধবার রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক পোস্ট। বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবন সিনিয়র বয়েজ হস্টেলে ঢুকে দু’জন ছাত্রের ওপরে চড়াও হয় বহিরাগতরা। জানা গেছে, রাতে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে দেখা যায়। বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল সূত্র জানায়, ছাত্ররা সেখানে ভর্তি হয়েছে। জানা গেছে আহত ছাত্ররা বাম ছাত্র দলের সমর্থক।
গত কয়েকদিন ধরেই এনআরসি, সিএএ নিয়ে উত্তাল ভারত। তার আঁচ পড়েছে বিশ্বভারতীতেও। গত ৮ জানুয়ারি সেমিনারে এসে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। এসএফআই সহ অন্যান্য ছাত্র সংগঠনের দাবি, সে কারণে হামলা চালানো হয়েছে শিক্ষার্থীদের ওপর। এ ঘটনার পর অভিযোগের আঙুল উঠছে এবিভিপি ছাত্র সংগঠনের সদস্য অচিন্ত বাগদী এবং সাবির আলির দিকে। পুরো ঘটনাটি এরই মধ্যে বোলপুর থানাতে জানানো হয়েছে।

No comments:

Post a Comment

loading...