Friday, 31 January 2020

এবার অভিনেত্রী উর্মিলা মাতঙ্গারও মুখ খুললেন নাগরিক সগশোধনী আইনের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক ৩১ শে  জানুয়ারী  ২০২০ :কুখ্যাত রাওলাট আইনের সঙ্গেই নাগরিকত্ব সংশোধনী আইনের তুলনা টানলেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। তিনি বলেন, ইতিহাস রাওলাট আইন ভুলে যায়নি। সিএএ-ও সেই আইনের মতোই কালো আইন। তার মতে, নাগরিকত্ব সংশোধনী আইন ‘ভারতীয়ত্ব’কেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে পুনেরর গান্ধী ভবনে আয়োজিত এক আলোচনা সভায় গিয়ে ঊর্মিলা বলেন, মহাত্মা গান্ধীর আদর্শ এখনও বেঁচে রয়েছে। যারা সিএএকে সমর্থন করেন, সেই সব ব্যক্তিকে এবং তাদের নেতাদেরও রাজঘাটে (মহাত্মা গান্ধীর সমাধিস্থল) যেতে হবে। তাকে উপযুক্ত সম্মান জানাতে হবে। ঊর্মিলার মতে, মহাত্মা গান্ধী হিন্দুধর্মের প্রকৃত অনুরাগী ছিলেন। নাথুরাম গডসের ( মহাত্মা গান্ধীর হত্যাকারী) কথাও টেনে এনে ঊর্মিলা বলেন, আমাদের মনে রাখতে হবে, নাথুরামও কিন্তু হিন্দু ছিল।

No comments:

Post a Comment

loading...