ওয়েব ডেস্ক ২৫ শে জানুয়ারী ২০২০ : ২৩ শে জানুয়ারী , ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর এক নিবন্ধে বলা হয়েছে মোদির আমলে মুসলমানরা শঙ্কিত, তারা মনে করে ভারতকে একটা হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে মোদী সরকার ।এই তুলোধোনায় , তেলে বেগুনে ফুটছেন বিজেপির নেতা বিজয় চৌথাইওয়াল। তিনি প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিখেছেন , ‘আমরা ভেবেছিলাম যে ১৯৪৭ সালেই ব্রিটিশরা চলে গেছে। তবে ইকোনমিস্টের সম্পাদকরা এখনও ঔপনিবেশিক যুগে বসবাস করছেন। ৬০ কোটি ভারতীয় তাদের নির্দেশ না মেনে মোদিকে ভোট দেওয়ার পর থেকে তারা ক্ষিপ্ত।’
আরেকটি টুইটবার্তায় ওই নেতা লিখছেন, ‘ঔদ্ধত্য এতোটাই যে, এখন তারা ভারতের সুপ্রিম কোর্টকেও উপদেশ বা হুমকি দিচ্ছেন। অনুপ্রবেশকারীদের নাকি ভারতে ধাওয়া করে ধরা হচ্ছে! আর ব্রিটেনে কী হয়?।।। দক্ষতার সঙ্গে তারা সিএএ-র লক্ষ্যটাকে গুলিয়ে দিচ্ছেন। কিছু মানুষের ঔপনিবেশিক মনোবৃত্তি কখনও কখনও যায় না।’
আরেকটি টুইটবার্তায় ওই নেতা লিখছেন, ‘ঔদ্ধত্য এতোটাই যে, এখন তারা ভারতের সুপ্রিম কোর্টকেও উপদেশ বা হুমকি দিচ্ছেন। অনুপ্রবেশকারীদের নাকি ভারতে ধাওয়া করে ধরা হচ্ছে! আর ব্রিটেনে কী হয়?।।। দক্ষতার সঙ্গে তারা সিএএ-র লক্ষ্যটাকে গুলিয়ে দিচ্ছেন। কিছু মানুষের ঔপনিবেশিক মনোবৃত্তি কখনও কখনও যায় না।’
No comments:
Post a Comment