ওয়েব ডেস্ক ১৭ই জানুয়ারী ২০২০ :কলকাতা—মমতা আর ব্রাত্য নন। মমতার হাত ধরে, তার দলকে সঙ্গে নিয়েও চলতে রাজি সিপিএম। বুধবার (১৫ জানুয়ারি) এই কথা স্পষ্ট করেই বলে দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। আর তার এই মন্তব্যের পরেই সর্বভারতীয় রাজনীতির বিন্যাস নিয়ে নতুন চেহারা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
ইয়েচুরি বলেছেন, জাতীয় স্তরে সিএএ এবং এনআরসি ইস্যুতে তৃণমূলের সঙ্গে এক মঞ্চে বসতে তাদের কোনও আপত্তি নেই। তবে সবার আগে মমতাকে তার অবস্থান স্পষ্ট করতে হবে।
সীতারাম ইয়েচুরি বলেছেন, বিজেপির বিরোধিতার প্রশ্নে তাদের কোনও ছুঁৎমার্গ নেই। নাগরিকত্ব আইন এবং এনআরসি ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বিরোধীরা। দেশের স্বার্থে এক হয়ে চলার প্রশ্নে সিপিএমের কোনও সংশয়ের জায়গা নেই। নেটিজেনদের একাংশের অভিমত , সিপিএমের নিজেদের অবস্থান স্পষ্ট তো ? তারাই তো "যখন যেমন তখন তেমন " এই সংজ্ঞাটা বাজারে আমদানি করেছিল । এখন অন্যের দিকে আঙ্গুল তুলছে । ইটা কি দ্বিচারিতা নয় ?
ইয়েচুরি বলেছেন, জাতীয় স্তরে সিএএ এবং এনআরসি ইস্যুতে তৃণমূলের সঙ্গে এক মঞ্চে বসতে তাদের কোনও আপত্তি নেই। তবে সবার আগে মমতাকে তার অবস্থান স্পষ্ট করতে হবে।
সীতারাম ইয়েচুরি বলেছেন, বিজেপির বিরোধিতার প্রশ্নে তাদের কোনও ছুঁৎমার্গ নেই। নাগরিকত্ব আইন এবং এনআরসি ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বিরোধীরা। দেশের স্বার্থে এক হয়ে চলার প্রশ্নে সিপিএমের কোনও সংশয়ের জায়গা নেই। নেটিজেনদের একাংশের অভিমত , সিপিএমের নিজেদের অবস্থান স্পষ্ট তো ? তারাই তো "যখন যেমন তখন তেমন " এই সংজ্ঞাটা বাজারে আমদানি করেছিল । এখন অন্যের দিকে আঙ্গুল তুলছে । ইটা কি দ্বিচারিতা নয় ?
No comments:
Post a comment