ওয়েব ডেস্ক ১০ই ফেব্রুয়ারী ২০২০ :ইসরায়েলি সংস্থার কাছে দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে ভারতীয় পুলিশ সার্ভিসের (আইপিএস) এক কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারতের অন্ধ্রপ্রদেশ সরকার।গতকাল শনিবার রাতে একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার ওই কর্মকর্তাকে বরখাস্ত করে।সূত্রের খবর অনুসারে , বরখাস্ত হওয়া ওই কর্মকর্তার নাম এ বি বেঙ্কটেশ্বর রাও। তিনি পুলিশের ডিজি পদমর্যাদার। বেঙ্কটেশ্বরের বিরুদ্ধে অভিযোগ, ইচ্ছাকৃতভাবে গোয়েন্দা ও পুলিশের প্রোটোকল ভেঙে দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য বিদেশি সংস্থার কাছে ফাঁস করেছেন তিনি।
জানা যায়, নিরাপত্তা সরঞ্জাম নির্মাণকারী ইসরায়েলি সংস্থা আরটি ইনফ্ল্যাটেবলস প্রাইভেট লিমিটেডের হয়ে টেন্ডার পাস করানোর দায়িত্বে ছিল আকাশম অ্যাডভান্সড সিস্টেমস প্রাইভেট লিমিটেড। ওই সংস্থার সিইও আবার বেঙ্কটেশ্বরের ছেলে চেতন সাই কৃষ্ণ। সেই সূত্রেই দুই পক্ষের মধ্যে ব্যক্তিগত আঁতাত তৈরি হয়েছিল। ছেলের মাধ্যমে নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য ওই ইসরায়েলি সংস্থার কাছে পৌঁছে দিয়েছিলেন বেঙ্কটেশ্বর।তেলুগু দেশম পার্টির (টিডিপি) সমর্থক এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ঘনিষ্ঠ বলে পরিচিত বেঙ্কটেশ্বর এসব অভিযোগ অস্বীকার করেছেন। একটি বিবৃতিতে তিনি বলেন, ‘এ নিয়ে একেবারেই চিন্তিত নই আমি। বরং কী কী আইনি উপায় রয়েছে, তা নিয়েই ভাবনা-চিন্তা করছি। ঠিক সময়ে সত্যিটা প্রকাশ পাবেই।’
জানা যায়, নিরাপত্তা সরঞ্জাম নির্মাণকারী ইসরায়েলি সংস্থা আরটি ইনফ্ল্যাটেবলস প্রাইভেট লিমিটেডের হয়ে টেন্ডার পাস করানোর দায়িত্বে ছিল আকাশম অ্যাডভান্সড সিস্টেমস প্রাইভেট লিমিটেড। ওই সংস্থার সিইও আবার বেঙ্কটেশ্বরের ছেলে চেতন সাই কৃষ্ণ। সেই সূত্রেই দুই পক্ষের মধ্যে ব্যক্তিগত আঁতাত তৈরি হয়েছিল। ছেলের মাধ্যমে নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য ওই ইসরায়েলি সংস্থার কাছে পৌঁছে দিয়েছিলেন বেঙ্কটেশ্বর।তেলুগু দেশম পার্টির (টিডিপি) সমর্থক এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ঘনিষ্ঠ বলে পরিচিত বেঙ্কটেশ্বর এসব অভিযোগ অস্বীকার করেছেন। একটি বিবৃতিতে তিনি বলেন, ‘এ নিয়ে একেবারেই চিন্তিত নই আমি। বরং কী কী আইনি উপায় রয়েছে, তা নিয়েই ভাবনা-চিন্তা করছি। ঠিক সময়ে সত্যিটা প্রকাশ পাবেই।’
No comments:
Post a Comment