ওয়েব ডেস্ক ২৩ শে ফেব্রুয়ারী ২০২০ :নাগরিকতা সংশোধন আইন আর এনআরসি এর বিরুদ্ধে দিল্লীর জাফরাবাদের প্রধান সড়কে চলা বিক্ষোভ নিয়ে বিজেপির নেতা কপিল মিশ্র ট্যুইট করেন। উনি ট্যুইটে লেখেন, এবার জাফরাবাদে স্টেজ তৈরি হচ্ছে। আরও একটি এলাকা, যেখানে এবার ভারতের আইন আর লাগু হবে না।” কপিল মিশ্র আরও লেখেন, মোদীজি ঠিক বলেছিলেন, শাহিনবাগ সত্যিই একটি প্রয়োগ ছিল। উনি লেখেন, এবার এক-এক করে রাস্তা, গলি, বাজার, মহল্লা খুইয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনি চুপ করে বসে থাকুন, যতদিন না ওঁরা আপনার ঘরে ঢুকে যায়।এর আগেও কপিল মিশ্র জাফরাবাদ প্রসঙ্গ নিয়ে ট্যুইট করে লিখেছিলেন, এখন রাতের বেলায় জাফরাবাদের মেন রোডের উপরেও কবজা করে নেওয়া হয়েছে। উনি শাহিনবাগ আন্দোলনকে কটাক্ষ করে লেখেন, আরেকটি রাস্তা বন্ধ হল … এবার বিরিয়ানি বিলি করো।
আপনাদের জানিয়ে দিই, বিগত দেড় মাস ধরে জাফরাবাদ রোডে ধরনায় বসা মহিলারা রাতের বেলায় জাফরাবাদের প্রধান সড়কে চলে আসেন। আর সেই সময় ওনারা স্লোগান দিয়ে রাস্তা বন্ধ করে দেন। আন্দোলনরত মহিলারা জাফরাবাদ মেট্রো স্টেশনের বাইরেও বিক্ষোভ দেখায়। আর এই বিক্ষোভের কারণে জাফরাবাদ মেট্রো স্টেশন বন্ধ করতে বাধ্য হল মেট্রো প্রশাসন।
আপনাদের জানিয়ে দিই, বিগত দেড় মাস ধরে জাফরাবাদ রোডে ধরনায় বসা মহিলারা রাতের বেলায় জাফরাবাদের প্রধান সড়কে চলে আসেন। আর সেই সময় ওনারা স্লোগান দিয়ে রাস্তা বন্ধ করে দেন। আন্দোলনরত মহিলারা জাফরাবাদ মেট্রো স্টেশনের বাইরেও বিক্ষোভ দেখায়। আর এই বিক্ষোভের কারণে জাফরাবাদ মেট্রো স্টেশন বন্ধ করতে বাধ্য হল মেট্রো প্রশাসন।
No comments:
Post a comment