Thursday, 27 February 2020

বেদনার সুর মিমির গলায় , "মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই"

ওয়েব ডেস্ক ২৭ শে ফেব্রুয়ারী ২০২০ : অগ্নিগর্ভ  দিল্লি। দিল্লিতে ভয়াবহ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ঘটনায় ৩৪ জনের মৃত্যুর খবর মিলেছে। এদিকে, দিল্লির হিংসায় রবীন্দ্র-নজরুল সংস্কৃতির কথা মনে করিয়ে দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তিনি টুইট করেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই। মোরা রাম রহিম ভাই ভাই আর নই।' সাম্প্রদায়িক হিংসায় জ্বলছে দিল্লি। শান্তির বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা সত্ত্বেও থামছে না অশান্তি।টুইটারে মিমি চক্রবর্তীর প্রতিক্রিয়া : 'আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই। আজ ভালো হয়েছে কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেই। কারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই। মোরা রাম আর রহিম ভাই ভাই আর নই। যেটা আমরা এখন, সেটা আর যাই হোক মানুষ আর নই।'     
দিল্লির ঘটনায় মুখ খুলছেন টালিউডের অভিনেতা থেকে পরিচালকরা। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতার অংশ উদ্ধৃত করেছেন সৃজিত মুখোপাধ্যায়। তিনি লিখেছেন,'অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী। পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে প্রেমহার হয় গাঁথা। জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা! জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।'

No comments:

Post a Comment

loading...