ওয়েব ডেস্ক ১লা ফেব্রুয়ারী ২০২০ :সি এ এ নিয়ে বিরোধিতা করার জন্যই কি রাজ্য কে ব্রাত্য করে রাখলো কেন্দ্র ? ব্যাপারটা তো সেরকমই মনে হচ্ছে । দ্বিতীয় দফার মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশে বাংলার ঝুলিতে কিছুই পরলনা । নির্মলা সীতারামান যে ভাবে সারা জাগিয়ে বাজেট পেশ করলেন তাতে বাংলার অনেকেরই মনে হয়েছিল বাংলার জন্য কিছু একটা করবেন তিনি ।
কিন্তু বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলে যে কিছুই মিলবেনা সেটা আমি জনতা হয়তো ভাবতেই পারেনি । শুধু মাত্র জাদুঘরের উন্নয়নের জন্য কিছু টাকা বরাদ্দ করা হয়েছে , কিন্তু সেটা কত টাকা তা খোলসা করে বলেননি নির্মলা সীতারামান । অন্য দিকে পূর্বের আরেক রাজ্য ঝাড়খণ্ডের রাঁচিতে একটি আদিবাসী মিউজিয়াম বানানো হবে বলেও জানান তিনি। কিন্তু আদিবাসী মিউজিয়ামের কাজই বা কবে থেকে শুরু হবে তাও ধোঁয়াশা।এতো বাংলায় সিপিএমের রাজত্বকে মনে করাচ্ছেন নির্মলা সীতারামান । উদ্বোধন করতেন জ্যোতি বসু ,কিন্তু সেখানে গাছ পালা জন্মে যেত , উন্নয়নের কাজ আর শুরু হতো না ।
কিন্তু বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলে যে কিছুই মিলবেনা সেটা আমি জনতা হয়তো ভাবতেই পারেনি । শুধু মাত্র জাদুঘরের উন্নয়নের জন্য কিছু টাকা বরাদ্দ করা হয়েছে , কিন্তু সেটা কত টাকা তা খোলসা করে বলেননি নির্মলা সীতারামান । অন্য দিকে পূর্বের আরেক রাজ্য ঝাড়খণ্ডের রাঁচিতে একটি আদিবাসী মিউজিয়াম বানানো হবে বলেও জানান তিনি। কিন্তু আদিবাসী মিউজিয়ামের কাজই বা কবে থেকে শুরু হবে তাও ধোঁয়াশা।এতো বাংলায় সিপিএমের রাজত্বকে মনে করাচ্ছেন নির্মলা সীতারামান । উদ্বোধন করতেন জ্যোতি বসু ,কিন্তু সেখানে গাছ পালা জন্মে যেত , উন্নয়নের কাজ আর শুরু হতো না ।
No comments:
Post a comment