ওয়েব ডেস্ক ৩রা ফেব্রুয়ারী ২০২০ :দুই মেরুতে দাঁড়িয়ে দক্ষিণের দুই সুপারস্টার। একজন বলছেন, সিএএ সংখ্যালঘুদের জন্য ভয়ঙ্কর। অন্যজনের কথায়, মুসলিমদের কোনও ক্ষতি করবে না সিএএ। কমল হাসানকে দেখা গিয়েছে সিএএবিরোধিতা করতে। কিন্তু সুপারস্টার রজনীকান্ত বলছেন, সিএএ মুসলিমদের কোনও ক্ষতি করবে না। যদি মুসলিমদের সমস্যায় ফেলে তাহলে সিএএ নিয়ে প্রথম প্রশ্ন তুলবেন তিনিই। রজনীকান্তের কথায়, সিএএ ভারতীয়দের সমস্যায় ফেলবে না সরকার সুনিশ্চিত করেছে। কিন্তু কিছু দল রাজনৈতিক স্বার্থে মানুষকে বিভ্রান্ত করছে।
এর আগেও সিএএ সমর্থনে সরব হতে দেখা গিয়েছে রজনীকান্তকে। সিএএ নিয়ে দেশ যখন উত্তাল, একের পর এক হিংসার খবর মিলছে, সে সময় রজনীকান্ত আর্জি জানান, সমাধান সূত্র বের হওয়ার জন্য হিংসা কখনও পথ নয়। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন আগামী বছর। এখনও পর্যন্ত সরাসরি রাজনীতিতে আসেননি। কিন্তু রাজনীতিতে আসার ইচ্ছাপ্রকাশ দেখিয়েছেন।বিজেপি চাইছে দক্ষিণে রজনীকান্তের মতো ব্যক্তিত্বকে মুখ নির্বাচনে লড়তে। তবে, বিজেপিতে তাঁর যোগদান নিয়ে এখনও স্পষ্ট নয়। কমল হাসানের মতো নতুন দল করে নির্বাচনে লড়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন। কিন্তু কেন্দ্রের একের পর এক সিদ্ধান্তে রজনীকান্তের যে ইতিবাচক সাড়া মিলেছে, তাতে তাঁর অবস্থান নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।
এর আগেও সিএএ সমর্থনে সরব হতে দেখা গিয়েছে রজনীকান্তকে। সিএএ নিয়ে দেশ যখন উত্তাল, একের পর এক হিংসার খবর মিলছে, সে সময় রজনীকান্ত আর্জি জানান, সমাধান সূত্র বের হওয়ার জন্য হিংসা কখনও পথ নয়। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন আগামী বছর। এখনও পর্যন্ত সরাসরি রাজনীতিতে আসেননি। কিন্তু রাজনীতিতে আসার ইচ্ছাপ্রকাশ দেখিয়েছেন।বিজেপি চাইছে দক্ষিণে রজনীকান্তের মতো ব্যক্তিত্বকে মুখ নির্বাচনে লড়তে। তবে, বিজেপিতে তাঁর যোগদান নিয়ে এখনও স্পষ্ট নয়। কমল হাসানের মতো নতুন দল করে নির্বাচনে লড়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন। কিন্তু কেন্দ্রের একের পর এক সিদ্ধান্তে রজনীকান্তের যে ইতিবাচক সাড়া মিলেছে, তাতে তাঁর অবস্থান নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।
No comments:
Post a comment