Saturday, 15 February 2020

আইন নিয়ে ছেলে খেলা বিজেপি সরকারের , মনে করাচ্ছে ৩৪ বছরের সিপিএমের অপশাসনকে

ওয়েব ডেস্ক ১৫ ই ফেব্রুয়ারী   ২০২০ :এবার জন সুরক্ষা আইনে গ্রেপ্তার প্রাক্তন আইএএস অফিসার ও জম্মু কাশ্মীর পিপলস মুভমেন্ট পার্টির প্রধান শাহ ফায়সল৷ রবিবারই তাকে পিএসএ তে গ্রেফতার করা হয়।

উল্লেখ করা যেতে পারে, গত বছরের আগস্ট মাসে কাশ্মীর থেকে ৩৭০ ধারা উচ্ছেদের পর থেকেই গৃহবন্দী অবস্থায় ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ,  ফারুক আব্দুল্লাহ, মেহবুবা মুফতিরা। গত মাসেই তাদেরকে জনসুরক্ষা আইনে গ্রেপ্তার করা হয়। এবার এই আইনে গ্রেপ্তার করা হলো প্রাক্তন আইএএস ও জম্মু-কাশ্মীর পিপলস মুভমেন্টের নেতা শাহ ফয়সলকে।

No comments:

Post a Comment

loading...