ওয়েব ডেস্ক ১০ই ফেব্রুয়ারী ২০২০ :উপস্থিত ছাত্রছাত্রীদের সামনেই শিক্ষিকাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন এক শিক্ষক। হঠাৎ অপ্রত্যাশিত এমন ঘটনায় পাশে থাকা আরও কয়েকজন সহকর্মী বিব্রত ও বিরক্ত। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।ভিডিওটি রাজস্থানের কারৌলির সরকারি স্কুলের।সূত্রের খবর অনুসারে সেখানে ছাত্র-ছাত্রীদের নিয়ে কর্মশালা চলছিল। শিক্ষিকা ছাত্রীদের বোঝাচ্ছেন, পড়াশোনা কীভাবে ছাত্রীদের স্বাধীন হওয়ার পক্ষে সহায়ক ভূমিকা পালন করে। বক্তৃতারত শিক্ষিকার পাশের চেয়ারে বসে আছেন আরও একজন শিক্ষিকা। কর্মশালা চলার সময়ই সেখানে প্রবেশ করেন সেই স্কুলের একজন শিক্ষক। তিনি এসে বসে থাকা শিক্ষিকার পাশের চেয়ারে বসলেন। তার একটু পরই মাথা ঝুঁকিয়ে চুম্বন করলেন পাশে বসে থাকা শিক্ষিকার গালে।
শিক্ষিকাকে চুম্বনব করতে দেখে এসময় হেসে ওঠে ছাত্রীরা। উপস্থিত অন্য শিক্ষিকারাও খানিক অপ্রস্তুত হয়ে পড়লেন। হকচকিয়ে গেলেন বক্তৃতারত শিক্ষিকাও। বিষয়টি নিয়ে ইতোমধ্যে হইচই শুরু হয়েছে সে রাজ্যের বিভিন্ন মহলে।স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষকের চুম্বনের বিষয়টি স্বীকার করেছেন। যদিও ওই শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
বিষয়টি নিয়ে জস্থানের শিক্ষামন্ত্রী ভানওয়ার সিংহ সাংবাদিকদের বলেছেন, এ ব্যাপারে কোনও তথ্য তার কাছে নেই।
শিক্ষিকাকে চুম্বনব করতে দেখে এসময় হেসে ওঠে ছাত্রীরা। উপস্থিত অন্য শিক্ষিকারাও খানিক অপ্রস্তুত হয়ে পড়লেন। হকচকিয়ে গেলেন বক্তৃতারত শিক্ষিকাও। বিষয়টি নিয়ে ইতোমধ্যে হইচই শুরু হয়েছে সে রাজ্যের বিভিন্ন মহলে।স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষকের চুম্বনের বিষয়টি স্বীকার করেছেন। যদিও ওই শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
বিষয়টি নিয়ে জস্থানের শিক্ষামন্ত্রী ভানওয়ার সিংহ সাংবাদিকদের বলেছেন, এ ব্যাপারে কোনও তথ্য তার কাছে নেই।
No comments:
Post a Comment