ওয়েব ডেস্ক ২২ শে ফেব্রুয়ারী ২০২০ :মন্দিরে গেলে কমে যাবে ক্যান্সার। পুরোহিত ও বাড়ির আত্মীয়দের কথা শুনে শিবারাত্রির আগের দিন মন্দিরে রাত কাটাতে গিয়ে বিপাকে পড়েন এক দলিত নারী। ধর্মীয় স্থানেই চড়াও হয় ধর্ষকের দল। শুধু ধর্ষণচেষ্টই নয় খুনেরও চেষ্টা করে তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দ্রপাড়া জেলার রাজনগর পুলিশ স্টেশনের কেরেদাগাদা গ্রামে। এরই মধ্যে ঘটনায় জড়িত থাকায় ছবিন্দ্র বিনধানি এবং হাগুরা মিয়ানি নামে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আরেক অভিযুক্ত সর্বেশ্বর সুতার এখনও পলাতক।
সূত্রের খবর অনুযায়ী , দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন ওই নারী। এরপর কয়েকজন পুরোহিত এবং নারীর বাড়ির লোক তাকে পরামর্শ দেন, শিবরাত্রির আগের দিন মন্দিরে রাত কাটালে এই রোগ দূর হবে। সবার কথায় বিশ্বাস করে স্থানীয় শিবমন্দিরে গিয়ে রাত কাটাতে শুরু করেন ওই নারী। সেসময়ই সেখানে আসে তিন যুবক। ওই নারীকে ধর্ষণচেষ্টা করে। শেষে তাকে খুনের চেষ্টাও করে। এরপর ওই নারীর চিৎকার করলে ওই তিন জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরেক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।
সূত্রের খবর অনুযায়ী , দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন ওই নারী। এরপর কয়েকজন পুরোহিত এবং নারীর বাড়ির লোক তাকে পরামর্শ দেন, শিবরাত্রির আগের দিন মন্দিরে রাত কাটালে এই রোগ দূর হবে। সবার কথায় বিশ্বাস করে স্থানীয় শিবমন্দিরে গিয়ে রাত কাটাতে শুরু করেন ওই নারী। সেসময়ই সেখানে আসে তিন যুবক। ওই নারীকে ধর্ষণচেষ্টা করে। শেষে তাকে খুনের চেষ্টাও করে। এরপর ওই নারীর চিৎকার করলে ওই তিন জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরেক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।
No comments:
Post a comment