ওয়েব ডেস্ক ২৭ শে মার্চ ২০২০ :ইউরোপজুড়ে প্রকট হয়েই চলেছে করোনাভাইরাসের ভয়াবহতা। ইতালি, স্পেন, ফ্রান্সের পর এবার মৃত্যুর মিছিল শুরু হয়েছে যুক্তরাজ্যেও। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১২৯ জন, প্রাণ হারিয়েছেন ১১৫ জন। অর্থাৎ যুক্তরাজ্যে গড়ে প্রতি ১৩ মিনিটে একজন মারা যাচ্ছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।গতকাল বৃহস্পতিবার পর্যন্ত যুক্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৬৫৮ জন। যার মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৭৮ জন।
করোনাভাইরাসের চলমান মহামারি ঠেকাতে ছয় মাস পর্যন্ত যুক্তরাজ্যে লকডাউন পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা। সম্প্রতি বিবিসি রেডিও ৪ এর এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. জেনি হ্যারিস।
তিনি মনে করেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই যুক্ত রাজ্যে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। এরপর থেকেই তা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং গ্রীষ্মকাল শুরুর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
করোনাভাইরাসের চলমান মহামারি ঠেকাতে ছয় মাস পর্যন্ত যুক্তরাজ্যে লকডাউন পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা। সম্প্রতি বিবিসি রেডিও ৪ এর এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. জেনি হ্যারিস।
তিনি মনে করেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই যুক্ত রাজ্যে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। এরপর থেকেই তা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং গ্রীষ্মকাল শুরুর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
No comments:
Post a comment