ওয়েব ডেস্ক ১৮ই মার্চ ২০২০ :করোনা ঠেকাতে কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে গো-মূত্র খাওয়ানোর অভিযোগে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের জোড়াবাগান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সূত্রের খবর অনুসারে , উত্তর কলকাতার জোড়াসাঁকো অঞ্চলের বিজেপি নেতা নারায়ণ চ্যাটার্জি সোমবার একটি ইভেন্টের আয়োজন করেছিলেন। সেখানে তিনি গো-মূত্র বিতরণ করেছিলেন এবং লোকদের জানিয়েছিলেন যে এটি করোনভাইরাস থেকে সম্পূর্ণ সুরক্ষা দেয়। তিনি ইউনিফর্মে থাকা সেখানকার কর্তব্যরত নিরাপত্তা কর্মীদেরও এটি অফার করেছিলেন এবং তারা এটি পান করেছিলেন।
সূত্রের খবর অনুসারে , গত সোমবার জোড়াবাগানে এক অনুষ্ঠানে প্রথমে গো-পূজা হয়। এরপর উপস্থিত জনতাকে গো-মূত্র পান করানো হয়। তবে তাদের কী দেয়া হচ্ছে সেটা জানানো হয়নি। ফলে না জেনে অনেকেই সেই গোমূত্র মুখে দেন। এদের মধ্যে ছিলেন পুলিশ কর্মকর্তা পিন্টু প্রামাণিক।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের জোড়াবাগান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সূত্রের খবর অনুসারে , গত সোমবার জোড়াবাগানে এক অনুষ্ঠানে প্রথমে গো-পূজা হয়। এরপর উপস্থিত জনতাকে গো-মূত্র পান করানো হয়। তবে তাদের কী দেয়া হচ্ছে সেটা জানানো হয়নি। ফলে না জেনে অনেকেই সেই গোমূত্র মুখে দেন। এদের মধ্যে ছিলেন পুলিশ কর্মকর্তা পিন্টু প্রামাণিক।
No comments:
Post a comment