Friday, 27 March 2020

এবার রাশিয়াতেও জোর কদমে করোনা থাবা বসাতে শুরু করল ,যুদ্ধ ঘোষণা পুতিনের

ওয়েব ডেস্ক ২৭ শে  মার্চ ২০২০ :ইতালি ও স্পেনের পর ইউরোপের আরেক দেশ রাশিয়াতেও থাবা বিস্তার করেছে করোনাভাইরাস। বৃহস্পতিবার একদিনেই আক্রান্ত হয়েছেন ১৯৬ জন মানুষ। এরপরই করোনা বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে রুশ প্রশাসন।বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিন করোনা ঠেকাতে গোটা দেশে এক সপ্তাহের বেশি সময় ছুটি ঘোষনা করেছেন। শুক্রবার মধ্যরাত থেকেই শুরু হচ্ছে এই ছুটি। চলবে আগামী ৫ এপ্রিল অব্ধি।
ছুটিকালীন সময়ে দেশের সব মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে সরকার। এসময় হোটেল রেস্টুরেন্টসহ সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে বলে জানান হয়েছে। এর আগেই বন্ধ করে দেয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও রিসোর্টকেন্দ্রগুলো।

করোনার বিস্তার ঠেকাতে দেশটিতে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকেই বন্ধ করে দেয়া হচ্ছে সকল আন্তর্জাতিক বিমান চলাচল। রাশিয়ায় হঠাৎ করেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এসব ব্যবস্থ নিয়েছে রুশ সরকার।
গত বৃহস্পতিবার পযন্ত  মোট ১০৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন । এদের মধ্যে বৃহস্পতিবার মাত্র ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ১৯৬ জন। এতে মারা গেছেন আরও ৪ রুশ নাগরিক। সেরে উঠেছেন মোট ৪৫ জন। এখনও চিকিৎসাধীন আছেন আরও ৯৮৮ জন। এদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

No comments:

Post a Comment

loading...