ওয়েব ডেস্ক ২৯ শে মার্চ ২০২০ : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে চলছে ২১ দিনের লকডাউন। এতে জনগণের কষ্ট হচ্ছে, আবার অনেকে লকডাউন মানছেন না ঠিকভাবে। আজ রোববার মন কি বাতে সে বিষয়টিই উল্লেখ করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিন সপ্তাহের লকডাউনকে কঠোর পদক্ষেপ হিসেবে উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, ‘এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চাইনি। কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে।’ এমন পদক্ষেপের জন্য ক্ষমা চান ভারতীয় প্রধানমন্ত্রী।
মোদি জানান, করোনা মোকাবেলায় লকডাউনই একমাত্র পথ। কিন্তু দেখা যাচ্ছে, কিছু মানুষ লকডাউন উপেক্ষা করছেন।এর আগেও বিষয়টি নিয়ে টুইটে অসন্তোষ প্রকাশ করেন নরেন্দ্র মোদি।
আজ আবারো দেশবাসীকে লকডাউন মেনে চলার অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী। বললেন, ‘বেশ কিছু মানুষ নিয়ম ভেঙে সমাজের ক্ষতি করছেন। লকডাউন না মানলে করোনা থেকে বাঁচা মুশকিল।’
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, ভারতে এ পর্যন্ত ৯৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৮৭ জন।
তিন সপ্তাহের লকডাউনকে কঠোর পদক্ষেপ হিসেবে উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, ‘এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চাইনি। কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে।’ এমন পদক্ষেপের জন্য ক্ষমা চান ভারতীয় প্রধানমন্ত্রী।
মোদি জানান, করোনা মোকাবেলায় লকডাউনই একমাত্র পথ। কিন্তু দেখা যাচ্ছে, কিছু মানুষ লকডাউন উপেক্ষা করছেন।এর আগেও বিষয়টি নিয়ে টুইটে অসন্তোষ প্রকাশ করেন নরেন্দ্র মোদি।
আজ আবারো দেশবাসীকে লকডাউন মেনে চলার অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী। বললেন, ‘বেশ কিছু মানুষ নিয়ম ভেঙে সমাজের ক্ষতি করছেন। লকডাউন না মানলে করোনা থেকে বাঁচা মুশকিল।’
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, ভারতে এ পর্যন্ত ৯৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৮৭ জন।
No comments:
Post a Comment