ওয়েব ডেস্ক ১৭ই মার্চ ২০২০ : করোনা ভাইরাস আটকাতে এবার তাজ মহল পরিদর্শন বন্ধ করল কেন্দ্র ।মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল সোমবার ট্ইুটে এ সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী বলেন, সব স্মৃতি স্তম্ভ ও জাদুঘর ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।এ খানেই শেষ নয় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, সিনেমাহল বন্ধ করে দেয়া হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১১৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন দুইজন। সংক্রমণ সন্দেহে ৬ হাজার মানুষকে পরীক্ষা করা হয়েছে।প্রতিদিন ৭০ হাজার পর্যটক ভালবাসার প্রতীক তাজ মহল পরিদর্শন করেন।
এ ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে এক মাসের জন্য ভারত সব ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে। বিদেশিদের ভিসা ফ্রি ভ্রমণ ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি যাদের আসতে অনুমতি দেয়া হয়েছে, তাদের ১৪দিন কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে।২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ক্রিকেটের আইপিএল। এ ম্যাচও ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এ ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে এক মাসের জন্য ভারত সব ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে। বিদেশিদের ভিসা ফ্রি ভ্রমণ ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি যাদের আসতে অনুমতি দেয়া হয়েছে, তাদের ১৪দিন কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে।২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ক্রিকেটের আইপিএল। এ ম্যাচও ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।
No comments:
Post a comment