ওয়েব ডেস্ক ৬ই এপ্রিল ২০২০ :দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪০ শতাংশই ২১ থেকে ৪০ বছর বয়সী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ কথা জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, ‘কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৯ শতাংশের বয়স ০-২০ বছরের মধ্যে। ২১-৪০ বছরের মধ্যে ৪২ শতাংশ। আর ৪১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৩ শতাংশ। ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছে মাত্র ১৭ শতাংশ মানুষ।’এর মানে হচ্ছে, করোনায় প্রবীণরাই বেশি আক্রান্ত হন ভারতে এই তথ্য খাটছে না।
ওই কর্মকর্তা আরও জানান, এখনও পর্যন্ত তাবলিগি জামাতে অংশ গ্রহণকারী আক্রান্তের সন্ধান মিলেছে ১৭টি রাজ্যে। দেমের ১,০২৩টি কোভিড-১৯ পজিটিভ কেসের সঙ্গে ওই সমাবেশের যোগ রয়েছে। দেশের মোট করোনায় আক্রান্তের ৩০ শতাংশই একটি বিশেষ স্থানের সঙ্গে সম্পর্কিত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব জানিয়েছেন, দিল্লি মসজিদে তাবলিগ জামাতে অংশগ্রহণকারী ও তাদের সংস্পর্শে আসা ২২,০০০ জনকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
এদিকে সোমবার পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১০৮ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪০০০ ছাড়িয়েছে ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, ‘কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৯ শতাংশের বয়স ০-২০ বছরের মধ্যে। ২১-৪০ বছরের মধ্যে ৪২ শতাংশ। আর ৪১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৩ শতাংশ। ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছে মাত্র ১৭ শতাংশ মানুষ।’এর মানে হচ্ছে, করোনায় প্রবীণরাই বেশি আক্রান্ত হন ভারতে এই তথ্য খাটছে না।
ওই কর্মকর্তা আরও জানান, এখনও পর্যন্ত তাবলিগি জামাতে অংশ গ্রহণকারী আক্রান্তের সন্ধান মিলেছে ১৭টি রাজ্যে। দেমের ১,০২৩টি কোভিড-১৯ পজিটিভ কেসের সঙ্গে ওই সমাবেশের যোগ রয়েছে। দেশের মোট করোনায় আক্রান্তের ৩০ শতাংশই একটি বিশেষ স্থানের সঙ্গে সম্পর্কিত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব জানিয়েছেন, দিল্লি মসজিদে তাবলিগ জামাতে অংশগ্রহণকারী ও তাদের সংস্পর্শে আসা ২২,০০০ জনকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
এদিকে সোমবার পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১০৮ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪০০০ ছাড়িয়েছে ।
No comments:
Post a Comment