ওয়েব ডেস্ক ১৩ই এপ্রিল ২০২০ :লকডাউনের মধ্যেও পশ্চিমবঙ্গে মদের হোম ডেলিভারি হবে কি না, সেই নিয়ে গুজব ছড়িয়েছিল। পরে পুলিশই সেই গুজব উড়িয়ে দেয়। এখনও পর্যন্ত এ রাজ্যে মদের হোম ডেলিভারির কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু এরই মধ্যে লকডাউন চলা সত্ত্বেও মদের দোকান খুলতে চলেছে অসম আর মেঘালয়ে ।রবিবার দুই রাজ্যেরই আবগারি দফতর নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে সাত ঘণ্টা করে মদের দোকান খোলা হবে। অসমে মদের দোকান সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর মেঘালয়ে তা খোলা থাকবে সকাল ন’টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
অসমের আবগারি দফতর যে নির্দেশিকা জারি করেছে তাতে বলা হয়েছে, “ন্যূনতম কর্মী নিয়ে দোকানগুলো খুলতে পারে। দোকানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখতেই হবে এবং ক্রেতা ও বিক্রেতা দু’পক্ষকেই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে।”উত্তরপূর্বের রাজ্যগুলিতে মদের দোকান খোলার ব্যাপারে সরকারের ওপরে চাপ ছিল। এমনকি মেঘালয় সরকার কেন্দ্রের কাছে মদের দোকান খোলার ব্যাপারে জোরালো দাবিও তুলেছিল। উল্লেখ্য, বিজেপিরই (BJP) জোট সরকার চলছে মেঘালয়ে। আর অসমে পুরোপুরি ক্ষমতায় বিজেপি।
অসমের আবগারি দফতর যে নির্দেশিকা জারি করেছে তাতে বলা হয়েছে, “ন্যূনতম কর্মী নিয়ে দোকানগুলো খুলতে পারে। দোকানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখতেই হবে এবং ক্রেতা ও বিক্রেতা দু’পক্ষকেই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে।”উত্তরপূর্বের রাজ্যগুলিতে মদের দোকান খোলার ব্যাপারে সরকারের ওপরে চাপ ছিল। এমনকি মেঘালয় সরকার কেন্দ্রের কাছে মদের দোকান খোলার ব্যাপারে জোরালো দাবিও তুলেছিল। উল্লেখ্য, বিজেপিরই (BJP) জোট সরকার চলছে মেঘালয়ে। আর অসমে পুরোপুরি ক্ষমতায় বিজেপি।
No comments:
Post a Comment