ওয়েব ডেস্ক ৩০শে এপ্রিল ২০২০: প্রায় দু সপ্তাহ পরে বৃহস্পতিবার শেয়ার বাজারে দেখা গেল খানিকটা উন্নতি। ভারতীয় বাজারে শেয়ার মুল্য বাড়লো প্রায় ২ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ এর প্রতিশেধকের আবিস্কারে গোটা বিশ্বে যে আশাব্যঞ্জক গতিবীধি দেখা যাচ্ছে তার জন্যে এবং ভারতীয় বাণিজ্য সংস্থা রিলায়েন্স ইন্ডাসট্রিজের সম্প্রতি ফেসবুকের সাথে চুক্তির জেরে বিশাল অঙ্কের লাভের জন্য এই উন্নতি দেখা গেছে।
মুম্বাই শেয়ার বাজারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দর ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবং এইচডিএফসির শেয়ার দর ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে সবথেকে বেশি উন্নতি হয়েছে।
নিফটি ৫০, ২.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯,৭৪৯। এবং এস অ্যন্ড পি বিএসই সেনসেক্স ২.১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩,৪৩২.২৫। এই দুই ক্ষেত্রেই বেশ খানিকটা উন্নতি দেখা গেছে।
সম্প্রতি মার্কিন চিকিৎসা ক্ষেত্রে করোনা প্রতিশেধকের গবেষনা বেশ খানিকটা উন্নতি হয়েছে। কিছু ক্ষেত্রে সাফল্যও দেখা গেছে। এর ফলে এশিয়ান ও মার্কিন শেয়ার বাজার তার একটি ভালো প্রভাব দেখা গেছে।মুম্বাই শেয়ার বাজারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দর ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবং এইচডিএফসির শেয়ার দর ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে সবথেকে বেশি উন্নতি হয়েছে।
No comments:
Post a comment