Friday, 24 April 2020

একে করোনায় রক্ষে নেই এবার ঘূর্ণিঝড় দোসর

ওয়েব ডেস্ক ২৪ শে এপ্রিল ২০২০: করোনা সামলাতে এমনিতেই টালমাটাল অবস্থা গোটা দেশের। তার মধ্যেই ঘূর্ণিঝড়  ত্রাস। পূর্বাভাস মিলল এপ্রিলের শেষ বা মে মাসের একেবারে শুরুতেই বঙ্গোপসাগরে  জন্ম নেবে ঘূর্ণিঝড়। তার প্রভাবে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে, শেষমেশ কোথায় আছড়ে পড়বে, তা এখনও জানানো হয়নি।
আবহবিদরা জানিয়েছেন, মে-র প্রথমেই আন্দামান সাগর লাগোয়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এই সময়ের খবর অনুযায়ী মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘বর্ষার আগে এবং বর্ষার পরে দু’দফায় ঘূর্ণিঝড়ের মরসুম। এই সময় ঘূর্ণিঝড় সৃষ্টির সহায়ক পরিবেশ থাকে। ধীরে ধীরে অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। দিন সাতেক পর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে। প্রাথমিক ভাবে প্রভাব পড়বে আন্দামান-নিকোবরের দ্বীপগুলিতে। এর পর অভিমুখ কী হবে, তা আরও একটু সময় না-গেলে স্পষ্ট হবে না।’

No comments:

Post a Comment

loading...