ওয়েব ডেস্ক ২ রা এপ্রিল ২০২০ : মধ্যপ্রদেশে করোনাভাইরাসের চিকিৎসাসেবায় নিয়োজিত দুজন নারী চিকিৎসক স্থানীয়দের আক্রমণের শিকার হয়েছেন।তারা এলাকাটিতে করোনা শনাক্তকরণের কাজে গেলে এলাকার লোকজন তাদেরকে আক্রমণ করে। ওই দুই নারী চিকিৎসক এতে আহত হয়েছেন। হামলাকারী লোকজনের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে রাজ্যটির স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, এক বয়স্ক নারীকে হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যেতে ওখানে গিয়েছিলেন তারা। তিনি আরও এক করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। ইন্দোরের তত্পতি বাখালের এই ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯ জন। মারা গেছেন ৬ জন। গোটা ভারতে এ সংখ্যা ১৯৬৫ জন, মারা গেছেন ৫০ জন।
এ ব্যাপারে রাজ্যটির স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, এক বয়স্ক নারীকে হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যেতে ওখানে গিয়েছিলেন তারা। তিনি আরও এক করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। ইন্দোরের তত্পতি বাখালের এই ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯ জন। মারা গেছেন ৬ জন। গোটা ভারতে এ সংখ্যা ১৯৬৫ জন, মারা গেছেন ৫০ জন।
No comments:
Post a comment