ওয়েব ডেস্ক ২৬ শে এপ্রিল ২০২০:রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক চিকিৎসকের। তাঁর নাম বিপ্লব কান্তি দাশগুপ্ত । শনিবার রাত দেড়টা নাগাদ সল্টলেকের আমরি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সম্প্রতি তাঁকে বেলেঘাটা আইডি থেকে স্থানান্তরিত করা হয়। তাঁর শ্বাসকষ্ট থাকার জন্য ভেন্টিলেশনে রাখা হয়েছিল। রাজ্যে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত কোনও চিকিৎসকের মৃত্যু হল। সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের দায়িত্বে ছিলেন তিনি।
বিপ্লব দাশগুপ্তের মৃত্যুকে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । টুইটে তিনি লেখেন, "আজ ভোরে আমরা ডাঃ বিপ্লব কান্তি দাশগুপ্তকে হারিয়েছি। তিনি সেন্ট্রাল মেডিকেল স্টোরের স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী পরিচালক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে বেদনাদায়ক।" মুখ্যমন্ত্রী লেখন, "মানবতার পক্ষে তাঁর ত্যাগ আমাদের মনে চিরকাল থাকবে এবং এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নামা আমাদের যোদ্ধারা আরও স্থির সংকল্প নেবে। ডাঃ দাশগুপ্তের পরিবারের সদস্য ও সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।"
বিপ্লব দাশগুপ্তের মৃত্যুকে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । টুইটে তিনি লেখেন, "আজ ভোরে আমরা ডাঃ বিপ্লব কান্তি দাশগুপ্তকে হারিয়েছি। তিনি সেন্ট্রাল মেডিকেল স্টোরের স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী পরিচালক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে বেদনাদায়ক।" মুখ্যমন্ত্রী লেখন, "মানবতার পক্ষে তাঁর ত্যাগ আমাদের মনে চিরকাল থাকবে এবং এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নামা আমাদের যোদ্ধারা আরও স্থির সংকল্প নেবে। ডাঃ দাশগুপ্তের পরিবারের সদস্য ও সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।"
No comments:
Post a comment