ওয়েব ডেস্ক ২৯ শে এপ্রিল ২০২০:তাঁর অভিনয়ের দক্ষতায় মুগ্ধ গোটা দেশ। বাংলা ছবিও অধরা থাকেনি ইরফান খানের ম্যাজিক থেকে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি বাংলা ছবি 'ডুূব'এ অভিনয় করেছেন ইরফান। এই ছবি তাঁর মন এতটাই ছুঁয়ে গিয়েছিল যে যৌথভাবে ডুব প্রযোজনা করেছিলেন তিনি।
২০১৭ সালে মুক্তি পেয়েছিল মোস্তাফা সারয়ার ফারুকি পরিচালিত এই ছবি। বলা হয় ডুব ছবিটি বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবন দ্বারা অনুপ্রাণিত, যদিও সেই দাবি কোনদিনই মেনে নেননি পরিচালক।
বুধবার মাত্র ৫৩ বছর বয়সে চলে গেলেন ইরফান খান। রেখে গেলেন অজস্র স্মৃতি। ইরফানের মৃত্যুতে বলিউডের পাশাপাপাশি শোকের ছায়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। এদিন ইরফানের ডুব কো-স্টার পার্ণো মিত্র টুইটারের দেওয়ালে লেখেন, 'একটা মানুষ যে আমার আদর্শ, অভিনেতা হিসাবে যে আমার অনুপ্রেরণা। সহ-অভিনেতা হিসাবে আমি ধন্য তাঁর সঙ্গে কাজ করে। তোমাকে খুব মিস করব ইরফান খান। তোমার আত্মার শান্তি কামনা করি'।
২০১৭ সালে মুক্তি পেয়েছিল মোস্তাফা সারয়ার ফারুকি পরিচালিত এই ছবি। বলা হয় ডুব ছবিটি বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবন দ্বারা অনুপ্রাণিত, যদিও সেই দাবি কোনদিনই মেনে নেননি পরিচালক।
বুধবার মাত্র ৫৩ বছর বয়সে চলে গেলেন ইরফান খান। রেখে গেলেন অজস্র স্মৃতি। ইরফানের মৃত্যুতে বলিউডের পাশাপাপাশি শোকের ছায়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। এদিন ইরফানের ডুব কো-স্টার পার্ণো মিত্র টুইটারের দেওয়ালে লেখেন, 'একটা মানুষ যে আমার আদর্শ, অভিনেতা হিসাবে যে আমার অনুপ্রেরণা। সহ-অভিনেতা হিসাবে আমি ধন্য তাঁর সঙ্গে কাজ করে। তোমাকে খুব মিস করব ইরফান খান। তোমার আত্মার শান্তি কামনা করি'।
No comments:
Post a comment