Friday, 3 April 2020

একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু মার্কিন যুক্তরাষ্ট্রে

ওয়েব ডেস্ক ৩ রা  এপ্রিল ২০২০ :যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১ হাজার ১শ ৬৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
চীন থেকে গত বছরের ডিসেম্বরে করোনা ছড়িয়ে পড়ার পর এটি করোনায় আক্রান্ত হয়ে একদিনে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন নিউ ইয়র্কে।
রাজ্যটিতে প্রাণঘাতী ভাইরাসটিতে মারা গেছেন ১ হাজার৫শ জন। এছাড়া পুরো যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৬ হাজারের বেশি মানুষ। ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮০ জন। এদিকে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের মাস্ক ছাড়া না বের হওয়ার আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন।গত বছর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তি হয়।

No comments:

Post a Comment

loading...