Sunday, 26 April 2020

এই লকডাউনের মধ্যেও চাকরির সুযোগ , একবার দেখে নিন

ওয়েব ডেস্ক ২৬ শে এপ্রিল ২০২০:করোনার প্রভাবে দুনিয়াজুড়ে তৈরি হয়েছে চরম অর্থনৈতিক সঙ্কট। বেকারদের কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব। শুধু তাই নয়। অসংখ্য মানুষ চাকরি হারিয়েছেন।
কিন্তু জানেন কি, গত চার সপ্তাহে মোট দু’লক্ষ কর্মখালির বিজ্ঞাপন দিয়েছে বিভিন্ন সংস্থা।
এর মধ্যে ২৫ শতাংশ চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে কেবলমাত্র গত সপ্তাহে। কর্মখালির তথ্য ও বিভিন্ন সংস্থার কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে এমনটাই জানাচ্ছে LinkedIn।
সার্চ ফার্ম Xpheno এর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইংরেজি দৈনিক দ্য ইকনমিক টাইমস জানাচ্ছে, নিয়োগকারী সংস্থার মধ্যে অন্যতম অ্যামাজন, গুগল, টেক মাহিন্দ্রা, ওয়ালমার্ট ল্যাবস, ভিএমওয়্যার, আইবিএম, ক্যাপজেমিনি, জেপি মর্গান চেজ, ফ্লিপকার্ট, বাইজুস, গ্রোফার্স।
জানা গিয়েছে, মোট চাকরির ২০ শতাংশ, বেঙ্গালুরুতে, ৮ শতাংশ দিল্লি এবং ৭ শতাংশ চেন্নাইয়ে।

No comments:

Post a Comment

loading...