ওয়েব ডেস্ক ৮ই এপ্রিল ২০২০ :গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯৭০ জন। এর আগে এই মহামারিতে আক্রান্ত হয়ে একদিনে কোনো দেশে এত মানুষের মৃত্যু হয়নি। ইতালি স্পেনের অবস্থা ভয়াবহ হওয়ার পরও দেশ দুটিতে একদিনে মৃত্যু ১ হাজার পৌঁছায়নি।এর আগের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও যুক্তরাষ্ট্রের দখলে। গত ৪ এপ্রিল সেখানে মৃত্যুবরণ করেন ১ হাজার ৩৩০ জন।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ লাখ অতিক্রম করছে। মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৫৫ জনের। দেশটিতে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে মৃতের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছে তা একমাত্র স্রষ্টাই ভালো জানেন! কারণ চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার হারও খুব কম দেশটিতে। এখন পর্যন্ত সেই ভাগ্যবানদের সংখ্যা ৪ লাখের বিপরীতে মাত্র সাড়ে ২১ হাজার।
গত মার্চ মাসের প্রথম দিনে করোনাভাইরাসে প্রথম মৃত্যু দেখেছিল যুক্তরাষ্ট্র।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ লাখ অতিক্রম করছে। মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৫৫ জনের। দেশটিতে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে মৃতের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছে তা একমাত্র স্রষ্টাই ভালো জানেন! কারণ চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার হারও খুব কম দেশটিতে। এখন পর্যন্ত সেই ভাগ্যবানদের সংখ্যা ৪ লাখের বিপরীতে মাত্র সাড়ে ২১ হাজার।
গত মার্চ মাসের প্রথম দিনে করোনাভাইরাসে প্রথম মৃত্যু দেখেছিল যুক্তরাষ্ট্র।
No comments:
Post a comment