ওয়েব ডেস্ক ৩০শে মে ২০২০:কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে মিনেপোলিস শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে বিক্ষোভাকারীদের কারাগারে পৌঁছাতে পুলিশদের সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে বাস চালকরা। তারা বলছে, পুলিশ জর্জ ফ্লয়েডকে হত্যা করেছে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করা সম্পূর্ণ ন্যায়সঙ্গত।
পবিবহন সমিতি এটিইউ লোকাল 1005 এরই মধ্যে একটি বিবৃতি জারি করেছে যেখানে বলা হচ্ছে কিছু চালক পুলিশকে পরিষেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে। আইনী কারণে ধর্মঘটের ডাক দেওয়া যাচ্ছে না। বিবৃতিতে আরো বলা হয়েছে আমরা চাই না এর পুনরাবৃত্তি হোক, এর বিচার দরকার। বাসের চালক অ্যাডাম ব্রুচ বলেছেন, একজনের আঘাত সবার জন্য আঘাত, পুলিশ জর্জ ফ্লয়েডকে হত্যা করেছে এবং এর বিরুদ্ধে বিক্ষোভ পুরোপুরি ন্যায়সঙ্গত। দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখা উচিত।
এরই মধ্যে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ধারণকৃত ভিডিওতে প্রমাণ আছে ওই কৃষ্ণাঙ্গ হত্যাার।
পবিবহন সমিতি এটিইউ লোকাল 1005 এরই মধ্যে একটি বিবৃতি জারি করেছে যেখানে বলা হচ্ছে কিছু চালক পুলিশকে পরিষেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে। আইনী কারণে ধর্মঘটের ডাক দেওয়া যাচ্ছে না। বিবৃতিতে আরো বলা হয়েছে আমরা চাই না এর পুনরাবৃত্তি হোক, এর বিচার দরকার। বাসের চালক অ্যাডাম ব্রুচ বলেছেন, একজনের আঘাত সবার জন্য আঘাত, পুলিশ জর্জ ফ্লয়েডকে হত্যা করেছে এবং এর বিরুদ্ধে বিক্ষোভ পুরোপুরি ন্যায়সঙ্গত। দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখা উচিত।
এরই মধ্যে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ধারণকৃত ভিডিওতে প্রমাণ আছে ওই কৃষ্ণাঙ্গ হত্যাার।
No comments:
Post a comment