Saturday, 16 May 2020

করোনায় বৈষয়িক ক্ষতি ৯ লক্ষ কোটি মার্কিন ডলার

ওয়েব ডেস্ক ১৬ই  মে  ২০২০:মহামারী করোনা ভাইরাসের তা-ব রুখতে বিশ্বের অধিকাংশই দেশই লকডাউনের পথ বেছে নিয়েছে। এতে বন্ধ হয়ে গেছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এতে করে বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ৫ দশমিক ৮ ট্রিলিয়ন থেকে ৮ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত। অর্থাৎ প্রায় ৯ লাখ কোটি ডলার। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদনে এডিবি জানায়, এ ক্ষতির পরিমাণ বিশ্বের মোট অর্থনৈতিক উৎপাদনের ৬ দশমিক ৪ শতাংশ থেকে ৯ দশমিক ৭ শতাংশ। এ সংখ্যা গত মাসে অনুমিত ক্ষতির দ্বিগুণেরও বেশি। এ ক্ষতি হিসাব করতে গিয়ে এডিবি ধরে নিয়েছে, অর্থনৈতিক কার্যক্রম ও চলাচলে বাধা তিন থেকে ছয় মাস বজায় থাকবে।
এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুইয়ুকি সাওয়াদা বলেন, কোভিড-১৯ এর ফলে অর্থনীতিতে কী ধরনের বিরূপ প্রভাব পরতে পারে সেই চিত্র তুলে ধরে এই বিশ্লেষণ করা হয়েছে।

No comments:

Post a Comment

loading...