Tuesday, 26 May 2020

করোনা সারবে গাজায় ? পড়ুন

ওয়েব ডেস্ক ২৬ শে মে ২০২০:গাঁজার এক ধরনের স্ট্রেইন আছে যা দ্বারা করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা যেতে পারে বলে দাবি করেছেন কানাডার একদল বিজ্ঞানী। নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
কানাডার লেথব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানায়, এপ্রিল মাসে করা একটি গবেষণায় দেখা গিয়েছে, ১৩ টি গাঁজা গাছ, যাদের মধ্যে সিবিডি খুব বেশি পরিমাণে ছিল, যা শ্বাসনালীকে প্রভাবিত করতে পারে যেখান থেকে করোনাভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। এমনকী আক্রান্তদের চিকিৎসার জন্যও কাজে আসতে পারে গাঁজার ওই শক্তিশালী স্ট্রেইন।

গবেষকদেরই একজন ওলগা কোভালচুক বললেন, ‘বিষয়টি নজরে আসতে অবাক হয়ে যাই আমরা। পরে সত্যিই খুব খুশি হই।’

ওই গবেষকদের গবেষণার ফলাফল এই মুহূর্তে অনলাইন জার্নাল প্রিপ্রিন্টসে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। সেখানে বলা হচ্ছে, গাঁজার এই শক্তিশালী স্ট্রেইনে অতিরিক্ত পরিমাণে সিবিডি থাকার কারণে তারা সেই প্রোটিনগুলিকে আটকে দিতে পারে, যেগুলি আসলে কোষে কোভিড ১৯ এর প্রবেশপথ।

No comments:

Post a Comment

loading...