ওয়েব ডেস্ক ১৬ই মে ২০২০:ফেসবুকে দেখা যায় গর্বের ৩৪ বছর । যারা ফেসবুক ব্যবহার করেন তারা চোখে নিশ্চই পড়েছে গর্বের "৩৪ বছর"। কেন্দ্র থেকে মানুষের উন্নয়নে পাঠানো টাকা ফেরত ফেরত পাঠাবার অসংখ নজির আছে সেই সময়কার বাম সরকারের ।
আর এই সব জেনেও কিছু পার্টিবাজিতে আগ্রহী মানুষ নির্লজ্জের মতন নিজের পরিচয় দেন গর্বের ৩৪ বছর । আর আমরা সব জেনেও এই সব মানুষকে বর্জন করিনা , তাহলে ভুলটা কার ?আলিমুদ্দিনের নির্দেশে সরকার চলতো (বাম সরকার ), যেখানে সংগঠন মজবুত করাটাই আসল লক্ষ্য ছিল নেতা মন্ত্রীদের থেকে সব্বাইয়ের।তাও আমরা গ্রামবাংলায় সিপিএমের মিটিংয়ে তাদের নেতাদের মিথ্যা বক্তিতা শুনতে যাই । কেন ? কোনো এক খুড়তোতো , বা পাড়ার দাদা আমাকে ডেকেছে এই জন্য ।কেন আমাদের মনে এইটা জাগেনা ৩৪ বছরে যেই পার্টিটা পশ্চিমবাংলাকে শ্মশানে পরিণত করে নিজেরা ভারতের তৃতীয় ধনী পার্টিতে রূপান্তরিত হয়েছে তাদের কথা আমরা শুনবো কেন ?কমরেডরা লেকচার দিতে ওস্তাদ , সঙ্গে স্বপ্ন দেখাতেও , কিন্তু যখনি এরা সরকারে মসনদে আসে তখনি এরা মানুষের মধ্যে একটা কথাই প্রশমিত করতে থাকে "এটা আমাদের স্ট্রাগেল করার সময় "।৩৪ বছর কেন ? ১৩৪ বছর রাজত্বে থাকলেও ওরা এটাই বলবে এটা আমাদের স্ট্রাগেল করার সময় ।"এই সব মেকি কমিউনিস্টদের সঙ্গে ৫ মিনিট সময় কাটালে ৫০ বছর পিছিয়ে যেতে হয় ।
আর এই সব জেনেও কিছু পার্টিবাজিতে আগ্রহী মানুষ নির্লজ্জের মতন নিজের পরিচয় দেন গর্বের ৩৪ বছর । আর আমরা সব জেনেও এই সব মানুষকে বর্জন করিনা , তাহলে ভুলটা কার ?আলিমুদ্দিনের নির্দেশে সরকার চলতো (বাম সরকার ), যেখানে সংগঠন মজবুত করাটাই আসল লক্ষ্য ছিল নেতা মন্ত্রীদের থেকে সব্বাইয়ের।তাও আমরা গ্রামবাংলায় সিপিএমের মিটিংয়ে তাদের নেতাদের মিথ্যা বক্তিতা শুনতে যাই । কেন ? কোনো এক খুড়তোতো , বা পাড়ার দাদা আমাকে ডেকেছে এই জন্য ।কেন আমাদের মনে এইটা জাগেনা ৩৪ বছরে যেই পার্টিটা পশ্চিমবাংলাকে শ্মশানে পরিণত করে নিজেরা ভারতের তৃতীয় ধনী পার্টিতে রূপান্তরিত হয়েছে তাদের কথা আমরা শুনবো কেন ?কমরেডরা লেকচার দিতে ওস্তাদ , সঙ্গে স্বপ্ন দেখাতেও , কিন্তু যখনি এরা সরকারে মসনদে আসে তখনি এরা মানুষের মধ্যে একটা কথাই প্রশমিত করতে থাকে "এটা আমাদের স্ট্রাগেল করার সময় "।৩৪ বছর কেন ? ১৩৪ বছর রাজত্বে থাকলেও ওরা এটাই বলবে এটা আমাদের স্ট্রাগেল করার সময় ।"এই সব মেকি কমিউনিস্টদের সঙ্গে ৫ মিনিট সময় কাটালে ৫০ বছর পিছিয়ে যেতে হয় ।
No comments:
Post a comment