Sunday, 10 May 2020

অমিতের ক্যান্সার !

ওয়েব ডেস্ক ১০ই  মে  ২০২০:স্বরাষ্ট্রমন্ত্রী এবং নরেন্দ্র মোদির ডান হাত হিসাবে পরিচিত অমিত শাহ বোন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি টুইটারে ছড়িয়ে পড়া একটি পোস্ট থেকে এ তথ্য জানা যায়। ওই পোস্টে কঠিন ক্যানসারে আক্রান্ত অমিতের সুস্থতার জন্য মুসলিম ধর্মবলম্বীদের প্রার্থনা করারও অনুরোধ জানানো হয়।সম্প্রতি এই টুইট সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিল। ওই টুইট পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ছবিও ছিল।
পরে জানা যায়, ওই টুইট এবং সেখানে প্রকাশিত তথ্য দুটোই মিথ্যা। দেশের  স্বরাষ্ট্রমন্ত্রী ক্যানসারে আক্রান্ত হননি। তিনি দিব্যি সুস্থ রয়েছেন এবং তিনি এই ধরনের কোনও টুইট করেননি।

এ নিয়ে পরে স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়। সেখানে নিজের সুস্থ থাকার খবর জানিয়েছেন স্বয়ং শাহ অমিত। সেখানে তিনি তার ‘মৃত্যু কামনাকারী ব্যক্তিদের' কটাক্ষ করতে ভোলেননি।

No comments:

Post a Comment

loading...