Saturday, 16 May 2020

আফবানের তান্ডপে ঘর ভেঙে চুরমার তুফানগঞ্জে

ওয়েব ডেস্ক ১৬ই  মে  ২০২০:আফবানের তান্ডপে শুক্রবার গভীর রাতে তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের বড়ইতলা এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হল তিনটি পরিবার। ঝড়ে ওই তিনটি পরিবারের ৬টি ঘর ভেঙেছে। লকডাউনের মধ্যে ঘর ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন ওই পরিবারগুলির সদস্যরা।
পাশাপাশি ঝড়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। জমির ফসলের ক্ষতি হয়েছে। এলাকায় বেশ কয়েকটি গাছ ভেঙ্গে পড়েছে।
একটি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য কমলি শীল বলেন, রাতে ঘরেই ছিলাম। হঠাৎ ঝড়ে ঘরের চাল উড়ে যায়। ঘরে থাকা সমস্ত আসবাব ভিজে গিয়েছে। নষ্ট হয়েছে টিভি।

এদিন সকালে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা যোগাযোগ করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের সঙ্গে। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের প্রধান শচীন্দ্রনাথ বর্মন বলেন, ’ক্ষতিগ্রস্তদের পাশে আছি। সরকারি নিয়ম মেনে সাহায্য করা হবে।’

No comments:

Post a Comment

loading...